‘বাঘ একদিন ঘরে ফিরবেই”, কেষ্ট গড়ে দাঁড়িয়ে অনুব্রতর মুক্তি নিয়ে বড় বয়ান দেবাংশুর

বাংলা হান্ট ডেস্ক : অনুব্রত (Anubrata Mandal) তো বাঘ! সে তো ফিরবেই। কেষ্টর গড়ে দাঁড়িয়ে তাঁকে দরাজ সার্টিফিকেট দিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। বললেন, কতদিন আর আটকে রাখবে! একদিন তো বেরিয়ে আসবেই। বাংলা হান্টের সঙ্গে বিশেষ সাক্ষাৎ সাগরদিঘী থেকে লোকসভা নির্বাচন, সিপিএম থেকে বিজেপি, নানান বিষয়ে অকপট তৃণমূলের মুখপাত্র।

সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, অনুব্রতহীন বীরভূমে কেমন লাগছে? এর উত্তরে দেবাংশু বললেন, ‘মিস করছি। শুধু আমি নয়, সবাই তাঁকে মিস করছেন।’ তারপরই আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘এবার অনুব্রত বেরিয়ে আসবেন। কতদিন আর আটকে রাখবে? সুদীপ বন্দ্যেপাধ্যায়, মদন মিত্র, তাপস পাল, সকলকেই একবার করে আটকে রেখেছিল। কিন্তু রাখতে পেরেছে কি? অনুব্রকেও পারবে না।’

এরপর সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে। এক্ষেত্রেও বিস্ফোরক দেবাংশু। তিনি বলেন, ‘বাম আমলের বড় বড় নেতাদের পরিবারের সকলেই সরকারি চাকরি করে। এটা কিভাবে হয়? সুজন ভট্টাচার্যের স্ত্রী যখন চাকরি পান তখন তাঁর বাবা জেলা সম্পাদক। বারবার সিপিএম নেতার পরিবার থেকেই কেন চাকরি পেত বলতে পারেন?’

Untitled design 14 3

এরপরই উঠে আসে সাগরদিঘীর প্রসঙ্গ। দেবাংশু বলেন, ‘সাগরদিঘীতে হারের কারণটাই ভিন্ন। বিরোধিরা আমাদের জোট করে হারিয়ে। তবে তৃণমূলের ভোটের শতাংশ অনেকটাই বেড়েছে। সবচেয়ে বড় কথা আমরা সাগরদিঘীকে একটা বার্তা হিসাবে নিচ্ছি। যে বার্তা আমরা পেয়েছিলাম ২০১৯ সালের লোকসভায়। তারপর নিজেদের ভুল সংশোধন করেছি। আবারও সেই ভুল শুধরে নেব।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে দেবাংশু বলেন, ‘পঞ্চায়েত নিয়ে আমরা ভাবছিই না। কারণ কোনও বিরোধী নেই। আমরা ভাবছি লোকসভা নিয়ে। গত লোকসভার ভুল আর যাতে না হয় সেই চেষ্টাই করবো। তবে সাগরদিঘীতে ভোটের ফলাফল আগামী পঞ্চায়েতেই বদলাবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর