ফিরহাদের কারণে ফেঁসে গেলেন অনুব্রত! এবারও জামিন পেলেন না ‘বীরভূমের বাঘ”

বাংলাহান্ট ডেস্ক : আরও একবার জামিনের আবেদন খারিজ হয়ে গেল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। আরও ১৪ দিন জেলই কাটবে কেষ্টর। কয়েক দিন আগেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) অনুব্রতকে ‘বাঘ’ বলে আখ্যা দেন। এই মন্তব্যকেই আদালতে কেষ্টর বিরুদ্ধে ব্যবহার করে সিবিআই (CBI)। আজ শুক্রবার দু’পক্ষেরই সওয়াল-জবাব শোনার পর বিচারক অনুব্রতের জামিনের আবেদন খারিজ করে দেন। পরবর্তী শুনানি হবে ২৫ নভেম্বর।

শুক্রবার অনুব্রতকে তোলা হয় আসানসোল আদালতে। সেখানে কেষ্টর আইনজীবী প্রতিবারের মতো এবারেও জামিনের আবেদন করেন। তার বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, অনুব্রত এক জন প্রভাবশালী ব্যক্তি। তিনি এতটাই প্রভাবশালী যে তাঁকে মুক্তি দেওয়া হলে তিনি সাক্ষীদের হুমকি দেবেন, যা তদন্তকে মারাত্মক প্রভাবিত করবে। তথ্যপ্রমাণ নষ্ট করারও অভিযোগ করেন আইনজীবী কালীচরণ মিশ্র। এই প্রেক্ষিতেই কালীচরণ সামনে আনেন সম্প্রতি বীরভূমে গিয়ে বলা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য। প্রসঙ্গত, ফিরহাদ দাবি করেন, অনুব্রত বাঘ। তাঁকে কত দিন খাঁচায় বন্দি করে রাখবে! আইনজীবী এই মন্তব্যকে তুলে সওয়ালে বলেন, ‘বুঝতেই পারছেন, অনুব্রত কতটা প্রভাবশালী একজন ব্যক্তি যে, রাজ্যের মন্ত্রী পর্যন্ত তাঁকে বাঘ হিসেবে অভিহিত করছেন। তিনি বেরিয়ে এলে সাক্ষীদের হুমকি দেবেন।’ ইতিমধ্যেই একাধিক সাক্ষীকে হুমকি দেওয়া হয়েছে বলেও আদালতে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। কেস ডায়েরিতে তাঁদের নাম রয়েছে বলেও জানানো হয়। পাশাপাশি, সিবিআইয়ের সওয়াল, কোটি কোটি টাকার বেনামী সম্পত্তি পাওয়া গিয়েছে। গরু পাচার করে যে কোটি কোটি টাকা আসত, তা দিয়ে বহু বেনামী সম্পত্তি কিনেছিলেন অনুব্রত মণ্ডল।

এই প্রসঙ্গেই অনুব্রতের আইনজীবী পাল্টা প্রশ্ন করেন, কোটি কোটি টাকা বেনামী সম্পত্তির যে দাবি সিবিআইয়ের পক্ষ থেকে করা হচ্ছে তার তদন্ত তো করবে ইডি। তাহলে সিবিআই জামিনের বিরোধিতা কেন করছে? এরই সঙ্গে অনুব্রতের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জানান, গরু পাচার-কাণ্ডে অভিযুক্তদের জামিন হয়ে গিয়েছে। কিন্তু, ৯২ দিন ধরে জেলে রয়েছেন অনুব্রত। তাঁর দাবি, ‘যে কোনও শর্তে অনুব্রতকে জামিন দেওয়া হোক।’ তাঁর সংযোজন, প্রয়োজন হলে বীরভূম জেলায় প্রবেশ করবেন না অনুব্রত।

দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক রাজেশ চক্রবর্তী আরও ১৪ দিন অনুব্রতকে জেলে রাখার নির্দেশ দেন। পরবর্তী শুনানি হবে ২৫ নভেম্বর।


Sudipto

সম্পর্কিত খবর