কাকা গারদে! এদিকে মেয়ের আবদারে ৩০ সেমির দুর্গা গড়ে তাক লাগিয়ে দিলেন অনুব্রতর ভাইপো

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর আগস্ট মাসে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বর্তমানে দিল্লির তিহাড়ে বন্দি তিনি। একই সাথে গারদবন্দি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। জেলে বসে এ বার দ্বিতীয় বছরের পুজো কাটাচ্ছেন কেষ্ট। আর সুকন্যার এ বার প্রথম বছর। ওদিকে বীরভূমে অনুব্রতের পরিবারেরই এক সদস্য ৩০ সেন্টিমিটারের দুর্গা প্রতিমা গড়ে সকলকে রীতিমতো চমকে দিলেন।

অনুব্রত মণ্ডলের ভাইপো (Anubrata Mandals nephew) বীরভূমের (Birbhum) বোলপুরের বাসিন্দা সুমিত মণ্ডল। পেশায় মৃৎ শিল্পী নন, তবে শখের বসে প্রতিমা তৈরি করেন। এদিকে পুজোর সময় ছোট্ট মেয়ে বাবার কাছে একটি দুর্গা প্রতিমা বানিয়ে দেওয়ার আবদার করেছিল। মেয়ের আবদার কী আর ফেলা যায়! ১৮ থেকে ২০ দিনের মধ্যেই তৈরি করে ফেলেছেন ৩০ সেন্টিমিটারের প্রতিমার অবয়ব।

খুব স্বল্প খরচায় দু-আড়াই হাজার টাকার মধ্যেই তৈরি করে ফেলেছেন মায়ের প্রতিমা। প্রসঙ্গত মণ্ডল পরিবারে প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে দুর্গাপুজো হয়। পুজোর কয়েকটা দিন একেবারে জমজমাট। তবে গত বছর থেকে পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকলেও থাকতে পারেনা অনুব্রত মণ্ডল।

anubrata nephew

আরও পড়ুন: ‘নিম্ন আদালতের বিচারককে হুমকি দিয়েছেন অনুব্রত’, CBI-র অভিযোগ শুনে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

এই প্রসঙ্গে সুমিত মণ্ডল বলেন, “কোনও কিছুর জন্যই পুজো কী আর জন্য থেমে থাকে? আগেরবারেও হয়েছে। এবারও পুজো সেভাবেই হবে। মনের ভিতর কোনো একটা দুঃখ থেকে যাবে, কিন্তু পুজো হবে।”

durga maa

পাশাপাশি প্রতিমা বানানোর বিষয়ে তিনি বলেন, “আমার ছোট্ট মা রয়েছে, আমার মেয়ে, তার ঠাকুরের প্রতি অগাধ নেশা। আমার কাছে একটা দুর্গা ঠাকুর বানিয়ে দেওয়ার আবদার করেছিল। মেয়ের কথাতেই এই প্রতিমা। যা দেখে আমাদের ছোট্ট মেয়ে বেজায় খুশি। “

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর