বাংলা হান্ট ডেস্কঃ ভোর রাতেই অনুব্রতর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। এরপর প্রায় ২ ঘণ্টা পর অনুব্রতকে গ্রেফতার করে গাড়িতে বসিয়ে সরাসরি আসানসোলের উদ্দেশ্যে রওনা দেয় তদন্তকারীরা। আসানসোলের আদালতে তোলা হয়েছিল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। আর সেখান থেকেই তাঁকে ২০ দিনের CBI হেফাজতের নির্দেশ দেয় আদালত।
অনুব্রতকে আদালতে পেশ করে ১৪ দিনের হেফাজত চেয়েছিল CBI। সিবিআইয়ের দাবি মানলেও, পুরোটা মানা হয়নি। তাই ১৪ দিনের বদলে ১০ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফ থেকে।
উল্লেখ্য, টানা দশবার জেরা এড়ানোর পর আজ সকালে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বেশ কদিন ধরেই অনুব্রতর গ্রেফতার হওয়ার সম্ভাবনা বেড়েছিল। আর সেই জল্পনা সত্যি করে আজ গ্রেফতার হলেন অনুব্রত।
অন্যদিকে, তৃণমূল এই কাণ্ডে অনুব্রতর পাশে দাঁড়ায়নি। দলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, আইন আইনের কাজ করবে। দোষী প্রমাণিত হলে সাজা হবে। এবং দলও খুব শীঘ্রই এই নিয়ে সিদ্ধান্ত নেবে। এখন প্রশ্ন উঠছে এটাই যে, পার্থর মতো অনুব্রতরও মাথা থেকে হাত তুলে নীল তৃণমূল?