দেখতে হবে টিভি! জেরার মাঝেই CBI-র কাছে অদ্ভুত বায়না কেষ্টর

বাংলা হান্ট ডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পর এবার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সম্প্রতি সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের এই ‘দাপুটে’ নেতা। ইতিমধ্যেই এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিলে নেমেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আবার অপরদিকে, গ্রেফতারের সমর্থনে গুড় ও বাতাসা বিলি করে চলেছে বিরোধী দলগুলি। এর মাঝেই এবার মেজাজ হারিয়ে অদ্ভুত বায়না করে বসলেন অনুব্রত।

গত বৃহস্পতিবার গ্রেফতার করলেও পরবর্তীতে শারীরিক অসুস্থতার জন্য জেরা করা সম্ভব হয়নি অনুব্রতকে। অবশেষে এদিন তৃণমূল নেতাকে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, জেরার মাঝে এদিন হঠাৎ অদ্ভুত আবদার করে বসেন কেষ্ট। গোয়েন্দা অফিসারদের কাছে তিনি একটি টিভি চেয়েছেন বলে খবর। গত বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার পর বর্তমানে আদালতের নির্দেশে ১০ দিন সিবিআই হেফাজতে রয়েছে অনুব্রত মণ্ডল। এক্ষেত্রে ঘরের ভেতর কোনরকম বিনোদনের ব্যবস্থা নেই। ফলে সারাদিন বসে, শুয়ে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে দিন কাটছে অনুব্রতর।

এর মাঝেই এদিন কেষ্টকে জেরা শুরু করে সিবিআই। সিবিআই সূত্রের খবর, সেই সময় আচমকাই টিভির জন্য বায়না ধরে বসেন তিনি। বিশেষজ্ঞদের মতে, গ্রেফতারের পর অনুব্রতকে নিয়ে নতুন কোনও রাজনৈতিক মোড় দেখা দিয়েছে কিংবা এক্ষেত্রে দলের অবস্থান কি, সেই সকল বিষয়ে অবগত হওয়ার জন্য টিভির আবদার করেছেন অনুব্রত।

Untitled design 2022 08 10T160916.055

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর থেকে তাঁর একজন কর্মী নিজাম প্যালেসে রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মাঝেমধ্যেই ওই ব্যক্তিকে ডেকে বর্তমান পরিস্থিতির খোঁজ নিয়ে চলেছেন তৃণমূল নেতা আর এবার টিভির আবদার মাঝে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কি হয়, সেটাই দেখার।


Sayan Das

সম্পর্কিত খবর