ভালো নেই অনুব্রত, দুটি অন্ডকোষেরই অবস্থা খারাপ! আপাতত থাকতে হবে হাসপাতালেই

বাংলাহান্ট ডেস্ক : গত বৃহস্পতিবার চিনার পার্কের ফ্ল্যাট থেকে নিজাম প্যালেস যাওয়ার পথে হঠাৎই ‘অসুস্থ বোধ করেন’ অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসের বদলে তখনই তাঁকে নিয়ে যাওয়ক হয় এসএসকেএম হাসপাতালের। সেই হাসপাতালেই উডবার্ন ওয়ার্ডে গত ৬দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা।

ক্রমাগত চলছে স্বাস্থ্য পরীক্ষা। গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রেখে চলেছে সিবিআইও। এমনকি এসএসকেএমের চিকিৎসকদের দেওয়া রিপোর্টে যে খুব একটা খুশি নয় কেন্দ্রীয় তদন্তকারী দল, তা বলাই বাহুল্য। ফলে কল্যাণী এমসেই তাঁর স্বাস্থ্য পরীক্ষার কথা ভাবছে সিবিআই। তবে মঙ্গলবার তৃণমূল নেতার স্বাস্থ্যের যা রিপোর্ট হাতে এলো তা মোটেও ভালো নয় বলেই দাবি চিকিৎসক মহলের।

মঙ্গলবার আবারও অনুব্রতকে দেখেন মেডিক্যাল টিমের চিকিৎসকরা। তাঁরা জানাচ্ছেন মোটেই ভালো নেই অনুব্রত। তাঁর দুটি অন্ডকোষের অবস্থাই অত্যন্ত খারাপ। পুঁজ জমে রয়েছে সেখানে। বীরভূমের তৃণমূল সভাপতির ফুসফুসের রিপোর্টেও সন্তুষ্ট হতে পারছেন না চিকিৎসক মহল। অক্সিজেন সাপোর্টেই রাখতে হচ্ছে তৃণমূল নেতাকে। ৬ মিনিটের ওয়াক টেস্টে ৭২ মিটারের বেশি হাঁটলেই তাঁর ফুসফুসে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কমে যাচ্ছে। ফলে এখনও আরও বেশি কিছুদিন হাসপাতালেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।

অন্যদিকে মঙ্গলবারই অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় বিরাট যজ্ঞের আয়োজন করা হয় নানুরে। শাল-চন্দন কাঠ পুড়িয়ে হয় যজ্ঞ। ১০ কেজি বেল কাঠ, ৫ কেজি শাল কাঠ, ৩ কেজি চন্দন কাঠ, ৫ কেজি ঘি ও ১০৮ টি বেল পাতা দিয়ে যজ্ঞ করা হয়। এদিন এই যজ্ঞে উপস্থিত ছিলেন বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ কিং খান, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি প্রমুখ তৃণমূল নেতারা।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর