ফের অনুব্রতকে দেখে উঠল ‘গরু চোর’ স্লোগান! পাল্টা ‘জয় বাংলা” ধ্বনি তৃণমূলের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার মামলায় আদালতের নির্দেশে দীর্ঘ ১০ দিন সিবিআই হেফাজতে ছিলেন অনুব্রত। এদিন পুনরায় একবার আদালতে তোলা হতে চলেছে বীরভূম জেলা সভাপতিকে। সেই উদ্দেশ্যে কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি ইতিমধ্যে আসানসোল (Asansol) আদালতে নিয়ে আসাও হয়েছে অনুব্রতকে আর এর মাঝেই এদিন একাধিক রাজনৈতিক বিতর্কের সাক্ষী থাকলে গোটা বাংলা।

একদিকে যেমন তৃণমূল নেতাকে শুনতে হলো ‘গরু চোর’ স্লোগান, আবার অপরদিকে আদালতে ওঠার সময় অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে দেওয়া হল ‘জয় বাংলা’ ধ্বনি। এর মাঝেই এদিন আদালতে শেষ পর্যন্ত জামিন পান কিনা তিনি, সেটাই দেখার।

গরু পাচার মামলায় ইতিমধ্যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে।ইতিমধ্যে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের নামের ১৭ কোটি টাকা পাওয়ার পাশাপাশি তৃণমূল নেতার মেয়ের নামে একাধিক কোম্পানি এবং জমির হদিশ পেয়েছে সিবিআই। এর মাঝেই গতকাল তৃণমূল নেতার রাইস মিলে তল্লাশি চালিয়ে একাধিক গাড়ি এবং অন্যান্য নথিপত্র সংগ্রহ করে তদন্তকারী অফিসাররা। এদিন আদালতে সেই সকল তথ্য পেশ করে অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করতে চলেছে সিবিআই।

তবে এর মাঝেই এদিন একাধিক রাজনৈতিক বিতর্কের সাক্ষী থাকলেন সকলে। উল্লেখ্য, আসানসোল আদালতে ইতিমধ্যেই তোলা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এর পূর্বে সিবিআই হেফাজত থেকে বের করে কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয় তৃণমূল নেতাকে। পরবর্তীতে, আসানসোল ইসিএল গেস্ট হাউস এবং আদালতের সামনে অনুব্রতকে ঘিরে ‘গরু চোর’ স্লোগান দেন বেশ কিছু মানুষ। উল্লেখ্য, কয়েকদিন পূর্বে এসএসকেএম হাসপাতালের সামনেও তৃণমূল নেতাকে ঘিরে এহেন স্লোগান দেন অনেকে। এর মাঝেই আবার মুখ খোলেন অনুব্রত।

Untitled design 50

তৃণমূল নেতা জানান, “সিবিআইকে আমি সম্পূর্ণ সহায়তা করছি।” অনুব্রতর নামে পাওয়া সম্পত্তির প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “আমার নামে কোনো বেনামি সম্পত্তি নেই। সিবিআই তদন্ত করুক।” তবে এদিন আবার অপরদিকে, আদালত চত্বরে অনুব্রতকে ঘিরে ওঠে “জয় বাংলা’ স্লোগান। বর্তমানে এ সকল বিতর্ক মাঝেই শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলের জামিন হয়, নাকি আবারও তাঁকে সিবিআই হেফাজতে পাঠায় আদালত, সেটাই দেখার।


Sayan Das

সম্পর্কিত খবর