জেলবন্দি অনুব্রত, এর মাঝেই বীরভূমে ঘটে গেল অবাক কাণ্ড! তুমুল শোরগোল বাংলায়

বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বর্তমানে জেলবন্দি। গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। রাজনীতি থেকে দূরে জেলের চার দেওয়ালের মধ্যে এখন জীবন কাটাচ্ছেন কেষ্ট। এবার তাঁর অনুপস্থিতিতে বীরভূমে ঘটে গেল অবাক কাণ্ড! যা ফাঁস হতেই চর্চা শুরু হয়েছে।

অনুব্রতর (Anubrata Mondal) অনুপস্থিতিতে কী ঘটল বীরভূমে?

সিবিআইয়ের আইনজীবী অনুপস্থিত থাকার কারণে সম্প্রতি অনুব্রতর মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। তার রেশ কাটতে না কাটতেই নানুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এক পার্টি অফিসে (Nanoor Party Office) ঘটে গেল অবাক কাণ্ড! নানুর বিধানসভার অধীন বাসাপাড়া মোড়ে দু’তলা একটি তৃণমূল কার্যালয় ছিল।

   

অনুব্রত থাকাকালীন সেখানে ধূপসারা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দলীয় কার্যালয়, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অন্যদিকে অনুব্রতর ছবি লাগানো ছিল। তবে সোমবার সকালে আচমকা দেখা যায়, সেই গ্লো সাইনবোর্ড খুলে ফেলা হচ্ছে। তাহলে কি বীরভূমে কমছে কেষ্টর দাপট? অনেকের মনে উঁকি দেয় এই প্রশ্ন।

আরও পড়ুনঃ বাংলায় ৭ লক্ষ কাজের সুযোগ, হবে কয়েক কোটির বিনিয়োগ, বিরাট ঘোষণা সরকারের

এই প্রথম নয়, এর আগেও বাসাপাড়া অঞ্চলের হোসেনপুরে গ্রামীণ দলীয় কার্যালয়ের দেওয়ার থেকে অনুব্রতর (Anubrata Mondal) ছবি মুছে ফেলা হয়েছিল। এবার বাসাপাড়া মূল পার্টি অফিস থেকেও এই দাপুটে নেতার ছবির বোর্ড খুলে দেওয়া হল। একুশে জুলাইয়ের সমাবেশ মিটতেই এই ঘটনা! তাহলে কি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?

Anubrata Mondal

স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে মুখ না খুললেও সূত্রের খবর, বোর্ডের লাইটগুলি খারাপ হয়ে গিয়েছিল। সেই কারণে ওই বোর্ড খোলা হয়েছে। লাইট ঠিক হয়ে গেলে পুনরায় সেই বোর্ড লাগিয়ে দেওয়া হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর