দেবের পর গরু পাচারকান্ডে না জড়াল অনুব্রতর, তলব করল CBI

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একই মাসের মধ্যে দু’ দুবার সিবিআই সমনে বিদ্ধ অনুব্রত মন্ডল। রাজনৈতিক হিংসা মামলার পর এবার তাঁর নাম জড়ালো গরু পাচার কান্ডে। আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাঁকে।

চলতি মাসের প্রথম সপ্তাহেই সিবিআই তলব করে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে। ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনের ঘটনায় জড়িয়েছিল তাঁর নাম। হাইকোর্টে আপিল করে সে যাত্রায় নিজাম প্যালেস যাত্রা আটকালেও সপ্তাহ খানেক পেরোতে না পেরোতেই আবারও ডাক পড়ল তাঁর। গরু পাচারকান্ডে সাংসদ অভিনেতা দেবের পর এবার অনুব্রত মন্ডলকেই ডেকে পাঠাল সিবিআই।

আগামী ১৪ ফেব্রুয়ারি কলকাতার নিজাম প্যালেজে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলেই সিবিআই সূত্রে খবর। অন্যদিকে নিজাম প্যালেসে দেবকে তলব করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় বীরভূমের বিজেপি কর্মী গৌরব সরকার খুনের মামলায় জড়িয়েছিল অনুব্রত মন্ডলের নাম। সেই মত গত সপ্তাহেই তাঁকে ডেকে পাঠায় সিবিআই। এরই মধ্যে এই মামলায় আইনী রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্ত হন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা।

সিবিআইয়ের তদন্তে সম্পুর্ন সহযোগিতা করবেন কিন্তু তাঁর বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ না নেওয়া হয় এই মর্মে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে আবেদন করেন তিনি। এই মামলায় দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছিল সেখানে। গতবার সেই রক্ষাকবচেই সিবিআইকে এড়িয়ে ছিলেন অনুব্রত মন্ডল। কিন্তু এবার নতুন করে আসা তলবে তিনি আদৌ হাজির হন নাকি তাই দেখার।

X