বাংলাহান্ট ডেস্কঃ একুশের প্রেস্টিজ ফাইটের ভোট গণনার শুরুটা হয়েছিল কাঁটার টক্কর দিয়ে। তবে সমস্ত ছক ভেঙে পোস্টাল ব্যালটের প্রাথমিক ট্রেন্ডে তৃণমূলের এগিয়ে থাকার প্রবণতা শুরু থেকেই দেখা গিয়েছিল। বেলা গড়াতেই এগিয়ে থাকার নিরিখে ব্যবধান আরও বাড়াতে থাকে শাসকদলের। দুপুর ১২টা বাজতেই এবারের ভোটে কাঙ্খিত লক্ষ্য মাত্রা ছুঁয়ে ফেলল মমতা সরকার।
শেষ পাওয়া আপডেটে দেখা যাচ্ছে, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গড়া তো দূর কি বাত। প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী সত্যি করে ১০০-র গণ্ডি পেরোতে পারল না বিজেপি। এমন মুহূর্তে ফের স্বমহিমায় বীরভূমের ‘কেষ্ট’। তাঁকে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন। এদিন তিনি বলেন, ‘আমাকে দুটো নির্বাচন কমিশন দুটো নোটিস দিয়েছিল। নজরবন্দিও করা হয়েছিল। আমাকে চারদিক দিয়ে পুলিশবাহিনী দিয়ে আটকানো হয়েছিল, আমার নাম কেষ্ট মণ্ডল, আমাকে আটকানো মুশকিল আছে। আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি।’
অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) আরও বলেন, বিজেপি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অপমান করেছিল, সেই অপমান মেনে নেননি বাংলার মহিলারা, জবাব দিয়েছে বাংলার মানুষ। এখানেই থেমে না থেকে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে অনুব্রত মণ্ডল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচিংয়ে আমরা খেলেছি’।
অনুব্রতের জেলা বীরভূমে (Birbhum) ১১টি বিধানসভা কেন্দ্র। সেই আসনগুলিতে দুপুর একটা পর্যন্ত ট্রেন্ডে ৭টি আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে ৪ টিতে এগিয়ে বিজেপি। এখনও পর্যন্ত সেই ১১টি আসনেই অনেক রাউন্ড গণনা বাকি। কিন্তু হাওয়া বলছে, দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে হ্যাট্রিকের পথে তৃণমূল কংগ্রেস (TMC)।