বাংলাহান্ট ডেস্কঃ দলের সঙ্গে দূরত্ব তৈরি এবং অবশেষে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। আর রাজীবের এই প্রত্যাবর্তনে অনুব্রত মণ্ডল উৎফুল্ল হলেও, কড়া ভাষায় সমালোচনা করলেন অনুপম হাজরা।
রবিবার আগরতলার মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে গিয়ে পরাজিত হওয়ার পর দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে, জল্পনা বাড়িয়ে অবশেষে ঘর ওয়াপসি হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে বেশ আনন্দিত দেখা গেল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে। তিনি বলেন, ‘শুভ বুদ্ধির উদয় হয়ে ভালো হয়েছে। খুবই ভালো ছেলে রাজীব। মিটিং-এ গেলে কথা হয়, আমাকে ভালো বলে, আর আমি ওকে বলি। রাজনীতিতে শেষ বলে কিছু হয় না। এখানে দু পা এগোলে, দশ পা পিছোনোও যায়’।
তবে রাজীবের তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে কটাক্ষ করলেন একসময়কার তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়া এবং বর্তমানের বিজেপির অন্যতম সর্ব ভারতীয় সম্পাদক অনুপম হাজরা। তিনি বলেন, ‘অনেক দিন ধরে চেষ্টা করেও এন্ট্রি নিতে পারছিল না। পশ্চিমবঙ্গে হচ্ছিল না বলে, ত্রিপুরা যেত হল ওকে। এটা তো জানাই ছিল, এসমস্ত নতুন কিছু না’।
তিনি আরও বলেন, ‘বিধানসভা থেকে বেরোনর সময় ও কান্নাকাটি করেছিল। রীতিমত জামাই আদর করে দলে রাখা হয়েছিল রাজীবকে। তবে ওঁকে এতদিন ধরে বিজেপিতে আদর যত্ন করে রাখার জন্য খারাপ লাগছে। নিচুতলার কর্মীরা বিরক্ত, বীতশ্রদ্ধ ওঁকে নিয়ে। দল থেকে পাপ যত তাড়াতাড়ি বিদায় হয়, তত ভালো’।
অন্যদিকে ঘর ওয়াপসি হওয়ায় রাজীবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নির্বাচনের সময় ডোমজুড়ের এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দুবাইয়ে টাকার লেনদেন চলছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। এমনকি গড়িয়াহাটে তাঁর নাকি ৩-৪ টি বাড়িও রয়েছে। তবে বুঝতে পারছি না এরকম একটা টপ টু বটম কোরাপটেড লোককে কেন দলে ফিরিয়ে নেওয়া হল?’