‘দলের মধ্যেই রয়েছে বিভীষণ’! অনুব্রত প্রসঙ্গে BJP নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন অনুপম হাজরা

বাংলাহান্ট ডেস্ক : বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। ‘বিজেপি (BJP) দলের মধ্যেই বিভীষণ আছে’, এমনই দাবি তাঁর। অনুব্রত মণ্ডলের গ্রেফতারকে রাজনৈতিক ভাবে কাজে না লাগাতে পারায় নিজের দলের নেতাদের বিরুদ্ধেই একের পর এক অভিযোগের তির ছুঁড়লে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তাঁর ৯ মিনিট ৪০ সেকেন্ডের একটি ফেসবুক লাইভ নিয়ে এই মুহুর্তে তোলপাড় পদ্ম শিবির।

বীরভূমে লড়াইয়ের ময়দান তৈরি। কিন্তু তাও অনুব্রতকে নিয়ে কেন কোনও আন্দোলন নয়? এই প্রশ্ন তুলে বিজেপির বীরভূম জেলা নেতৃত্বদের এক হাত নিলেন অনুপম হাজরা। বীরভূম অথবা বোলপুর সাংগঠনিক জেলায় যাঁরা পদে রয়েছেন তাঁদের মধ্যে অনুব্রত গ্রেফতার হওয়ার পরও কোন উৎসাহই নেই। এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম। ফেসবুক লাইভে তিনি বলেন, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে উৎসবের চেহারা। অথচ  বীরভূমের বিজেপি নেতাদের একাংশ এখনও চুপ কেন?

দলের নেতাদের রীতিমতো নজিরবিহীন ভাবে তোপ দেগে অনুপম বললেন, ‘আমি তথ্য নিয়ে কথা বলি। বীরভূম জেলার অনেক বিজেপি নেতারই তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত রয়েছে। সেই সমস্ত তৃণমূল নেতাদের দয়াতেই অনেক বিজেপি নেতা দিন কাটাচ্ছেন। বিস্ফোরক অভিযোগ সামনে এনে আগামী দিনে সেই সমস্ত নেতার নাম ফাঁস করে দেখে নেওয়ারও হুঁশিয়ারি দেন অনুপম হাজরা। ফেসবুক লাইভে তিনি জানান,’ ওই সমস্ত নেতাদের মাথায় যে দাদারই হাত থাকুক না কেন আমি কিন্তু চুপ করে বসে থাকব না’।

bjp leader who threatened to hug mamata if he contracted covid 19 tests positive for infection

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বঙ্গ বিজেপি থেকে উঠে আসা বর্তমানে পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা দাবি করেন, ‘অনুব্রত মণ্ডল একজন অত্যাচারী নেতা। তার জন্য আমাদের দলের অনেকেরই প্রাণ গেছে। কিন্তু আমার খুব অবাক করেছে যে, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর আমি বোলপুরে গিয়েছিলাম। দলের নেতারা সবাই জানেন। কিন্তু যাঁরা পদে বসে রয়েছেন তাঁরা কেউই কোনও আন্দোলন কর্মসূচি নিয়ে আমার সঙ্গে আলোচনা তো দূরে থাক, আমার সঙ্গে দেখা পর্যন্ত করতে আসেননি। অথচ পদে নেই এমন অনেকেই রয়েছেন যাঁরা অনুব্রত গ্রেফতার হওয়ায় আমার সঙ্গে দেখা করে নিজেদের উৎসাহ প্রকাশ করেছেন।’

অনুপম হাজরার আরও বলেন,’ বীরভূমের যারা সাংগঠনিক পদে রয়েছেন তাঁদের উচিত ছিল, অনুব্রত ইস্যুতে বর্তমান সময়ে লাগাতার আন্দোলন সংগঠিত করে  রাজনৈতিক ফসল ফলানো। এতে একদিকে যেমন সংগঠন শক্তিশালী হত। পাশাপাশি দলীয় কর্মী সমর্থকরাও ভরসা পেতেন। অথচ তাঁরা একেবারেই নীরব’। যে সময় অনুপম হাজরা বৃহস্পতিবার ফেসবুক লাইভ করেছেন তার ঠিক পরেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে অনুব্রত মণ্ডলের খাস তালুকে  মিছিল সভা করে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা। তা নিয়েও অনুপম বলেন, অনুব্রত গ্রেফতার হওয়ার এতদিন পর কেন আন্দোলন কর্মসূচি?  বাইরে থেকে কোন নেতা আসবেন। তারপর কর্মসূচি পালন করা হবে। তা না করে অনেক আগেই ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে নামা উচিত ছিল’।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর