‘চাঁদে জমি দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি!’ বিজেপি নেতার পোস্টে হাসির রোল

বাংলা হান্ট ডেস্ক : গতকাল সন্ধ্যায় রচিত হয়েছে ইতিহাস। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসাবে অবতরণ করে নজির গড়ছে ভারত (INDIA)। আর তারপরই দেশ বিভক্ত হয়ে গেছে একাধিক মতে। একদলের দাবি ভারতী হিসাবে আমাদের প্রত্যেকের গর্বের দিন। তাদের বিরোধী দল বলছে, গর্ব তো করব, কিন্তু মেনে নিতে হবে যে এই কৃতিত্ব একমাত্র ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর।

এরইমধ্যে ভাষণ দিতে গিয়ে গন্ডগোল করে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় (Mamata Banerjee)। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার প্রসঙ্গে বলতে গিয়ে রাকেশ রোশনের কথা। আর তারপরই শুরু হয়ে যায় ট্রোলের বন্য। সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক মজার ছবি শেয়ার হয়।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় রাকেশ শর্মার স্পেশ শ্যুটে রাকেশ রোশনের মুখ বসানো। এরই সঙ্গে ভেসে ওঠে দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজের মুখ। কিছুদিন আগেই চন্দ্রযান ৩-কে কটাক্ষ করেছিলেন প্রকাশ। মিশন সফল হওয়ার পর পাল্টা কটাক্ষ শুরু হয় প্রকাশকে নিয়ে।

এরই মধ্যে বিজেপি নেতা অনুপম হাজরা তীব্র আক্রমন শানালেন তৃণমূল কংগ্রেসকে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলার শাসকদলকে নিশানা করে অনুপম লেখেন, ‘চাঁদে জমি দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি।’ এই পোস্টের শিরোনামে বিজেপি নেতা লেখেন, ‘খুব শিঘ্রই শুনতে পাবো।’

আরও পড়ুন : যুদ্ধ এবার লাগল বলে! ধুন্ধুমার চিন-জাপান, ভয়ে সিঁটিয়ে রয়েছে গোটা বিশ্ব, ব্যাপার টা কী?

এছাড়াও অনুপমের আর একটি পোস্ট মানুষের নজর কেড়েছে। তিনি একটি ছবি ছবি শেয়ার করেছেন। এই ছবিটির উপরে রয়েছে ২০১৯ সালের একটি ছবি। সে ছবিতে চন্দ্রযান ২ বিফল হওয়ার পর মোদি তৎকালীন ইসরোর চেয়ারম্যান কে সিভানকে বুকে জড়িয়ে স্বান্তনা দিচ্ছেন মোদি। এবং নিচে রয়েছে ২০২৩ সালে চন্দ্র বিজয়ের শেষে।

Sudipto

সম্পর্কিত খবর