বাংলাহান্ট ডেস্ক: যেকোনও বিতর্কিত বিষয়ের ওপর নিজের মতামত জাহির করতে কোনও দিনই পিছপা হননি অনুপম খের। এই নিয়ে বহু সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু সেসবকে থোড়াই কেয়ার করেন তিনি। গোটা দেশ যখন নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে উত্তাল তখন স্রোতের সম্পূর্ণ বিপরীতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সপক্ষে কথা বলেছেন অনুপম। সমর্থন করেছেন কেন্দ্রের সিদ্ধান্তকে। ফের একবার CAAর সমর্থনেই মুখ খুলতে দেখা গেল তাঁকে।
সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন অনুপম খের। সেখানে একটু বিদ্রূপের সুরেই যারা CAAর বিরোধিতা করছেন তাদের কটাক্ষ করেছেন তিনি। ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, “মাঝে মাঝে কিছু মানুষকে এটা বোঝানো খুব জরুরি যে তারা যা বুঝছেন বা বোঝার ভান করছেন বা অন্যদের বোঝানোর চেষ্টা করছেন পুরোটাই ভুল। ৭২ বছর লেগে গেল তাদের ট্রাফিক আইন বুঝতে। বারবার বলা হয় উন্মুক্ত জায়গায় শৌচের কাজ করবেন না। এর জন্য বিজ্ঞাপনও করতে হচ্ছে। ৩ বছর ধরেও GST বুঝে উঠতে পারল না। অথচ CAA দুদিনের মধ্যেই বুঝে গেল। NRC আসার আগেই তা বুঝে গেল।”
https://twitter.com/AnupamPKher/status/1224875466382770177?s=19
বলা বাহুল্য অনুপমের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের অনেকেই তাঁর বক্তব্য নিয়ে খুশি নন। আবার একাংশ প্রশংসাও করেছেন অভিনেতার। তাদের মতে নিজের মতামত বেশ সুস্পষ্ট ভাবেই প্রকাশ করেছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্ধিন শাহের সঙ্গে টুইট যুদ্ধ শুরু হয়েছিল অনুপম খেরের। নাসির অনুপমকে ‘ভাঁড়’ বলে উল্লেখ করে বলেন, তাঁর বক্তব্যকে গুরুত্ব না দিতে। উত্তরে অনুপমও বলেন, নাসিরুদ্দিন যে পদার্থ সেবন করেন তাঁর কথাবার্তা সেগুলোরই ফল।