দেশের অশান্তির জন‍্য একা নুপূর শর্মা দায়ী, শীর্ষ আদালতের মন্তব‍্যে পালটা ব‍্যঙ্গ করলেন অনুপম খের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নুপূর শর্মা (Nupur Sharma) বিতর্ক এখনো অব‍্যাহত। বিক্ষোভ, খুনোখুনিতে তটস্থ দেশবাসী। শুক্রবার শীর্ষ আদালত রীতিমতো তুলোধনা করে বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্রকে। আদালত স্পষ্ট বলে, দেশে আজ যা কিছু হচ্ছে সবকিছুর জন‍্য দায়ী নুপূর শর্মা। আদালতের এমন মন্তব‍্য মেনে নিতে পারেননি অভিনেতা অনুপম খের (Anupam Kher)।

আদালতের মন্তব‍্যে স্পষ্টতই ক্ষুব্ধ অভিনেতা। একটি টুইটে কটাক্ষ শানিয়ে তিনি লিখেছেন, ‘মাননীয় বিচারপতি, নিজের সম্মানের জন‍্য সম্মানীয় কিছু করুন।’ তবে নুপূর শর্মা সংক্রান্ত ঘটনার জন‍্য অনুপমের এই ক্ষোভ নাকি নেপথ‍্যে রয়েছে অন‍্য কোনো ঘটনা তা স্পষ্ট নয়।


এক টেলিভিশন চ‍্যানেলের বিতর্ক অনুষ্ঠান চলাকালীন উত্তেজনার বশে পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে এক ‘অপমানজনক’ মন্তব‍্য করে বসেন তিনি। তাঁয সেই মন্তব‍্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, মধ‍্য প্রাচ‍্যের মুসলিম প্রধান দেশগুলিতেও ভারতের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়।

অতি সম্প্রতি উদয়পুরের এক দর্জি খুন হয়েছেন দুজন দুষ্কৃতীর হাতে। হত‍্যার পর ভিডিও বার্তায় তারা জানায়, পয়গম্বরকে অপমানের অভিযোগের উত্তরেই এই হত‍্যা। গোটা দেশ যখন এই ঘটনায় শিহরিত তখন নুপূর শর্মা সুপ্রিম কোর্টের কাছে আর্জি  জানান, তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজ‍্যে যত অভিযোগ দায়ের হয়েছে সেগুলো একত্রিত করে দিল্লিতে আনা হোক।

কিন্তু নুপূরের আর্জি খারিজ করে দেওয়া হয় আদালতের তরফে। উলটে তাঁকে ভর্ৎসনা করে বলা হয়, তাঁর বিবেচনাহীন মন্তব‍্যের জন‍্যই দেশের এই পরিস্থিতি। আজ দেশে যা কিছু হচ্ছে তার জন‍্য নুপূর শর্মা একক ভাবে দায়ী। তিনি নিজে প্রাণনাশের হুমকি পাচ্ছেন নাকি তিনিই দেশের নিরাপত্তার জন‍্য হুমকি হয়ে উঠেছেন?

সম্পর্কিত খবর

X