বাংলাহান্ট ডেস্ক: নিন্দুকদের তর্জন গর্জনই সার। ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর জয়যাত্রা অব্যাহত বক্স অফিসে। ২৫০ কোটি ছুঁতে চলেছে ছবিটি। মিঠুন চক্রবর্তী, অনুপম খের (Anupam Kher) দের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন দর্শক থেকে বলিউড তারকারা। এমনকি প্রায়দিনই পুজোও পাচ্ছেন অনুপম খের।
কাশ্মীরি পণ্ডিতদের উপরে নৃশংস অত্যাচার ও তাঁদের ভিটেমাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করার সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছে দ্য কাশ্মীর ফাইলস। ১৯৯০ এ্য ঘটনার সময়ে যারা পালিয়ে গিয়েছিলেন সেইসব কাশ্মীরি পণ্ডিতরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অনুপম। সেখানে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি অভিনেতার মাথায় ফুল ছিটিয়ে পুজো করছেন। অনুপম গায়ে নামাবলী চড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। পূজার্চনার ছোট্ট ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
ক্যাপশনে হিন্দিতে অনুপম লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে বা বলা ভাল দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পাওয়ার পর থেকেই তিন চারদিন অন্তর অন্তর আমার বাড়ির নীচে পণ্ডিত কিংবা পুরোহিতরা এসে উপস্থিত হন। তাঁরা এসে পুজো করে কিছু না নিয়েই চলে যান। ওঁদের আশীর্বাদ পেয়ে আমি কৃতার্থ ও কৃতজ্ঞ। হর হর মহাদেব!’
https://www.instagram.com/tv/CbuW8y-lFX5/?utm_medium=copy_link
দ্য কাশ্মীরি ফাইলস ছবিতে একজন কাশ্মীরি পণ্ডিত পুষ্কর নাথ পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম। নিজের চোখে পুরো পরিবারকে জঙ্গিদের হাতে মৃত্যুবরণ করতে দেখেছিলেন তিনি। উল্লেখ্য, অনুপম নিজেও একজন কাশ্মীরি পণ্ডিত।
https://www.instagram.com/tv/CbrFbi8D10Z/?utm_medium=copy_link
সম্প্রতি একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন তিনি। তিনি জানিয়েছেন, ১৯৯৩ সালে কাশ্মীরি হিন্দুদের গণহত্যার ঘটনার পর দিল্লিতে ক্ষতিগ্রস্তদের প্রথম বৈঠক হয়েছিল। সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি হওয়ার দরুন অনুপমকে কিছু বলতে বলা হয়েছিল। সেই বক্তৃতার ভিডিওটি শেয়ার করেছেন অভিনেতা।