করোনা পজিটিভ অনুপম খেরের মা, অভিনেতার রিপোর্ট এসেছে নেগেটিভ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক করোনা (corona) সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে বলিউডে। সম্প্রতি জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের (anupam kher) মা। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিবারের আরও সদস‍্যের করোনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে অনুপমের সোয়াব টেস্টৈর রিপোর্ট নেগেটিভ এসেছে।
নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন অনুপম খের। তিনি লিখেছেন, ‘আমার মা দুলারিদেবী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আমার ভাই তাঁর স্ত্রী ও ভাইঝিরও রিপোর্ট পজাটিভ এসেছে। তাদের সকলের মৃদু উপসর্গ রয়েছে। আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। বিএমসিকে খবর দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গতকাল রাতে জানা যায় অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন দুজনেই করোনা আক্রান্ত। দুজনেই টুইট করে জানান এই খবর। সোশ‍্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন লেখেন, ‘আজ সন্ধ‍্যায় আমি করোনা পজিটিভ জানতে পেরেছি। এখন হাসপাতালে ভর্তি আছি। হাসপাতালের তরফে কর্তৃপক্ষদের খবর দেওয়া হচ্ছে। পরিবারের সদস‍্য ও কর্মচারীদের করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্টের অপেক্ষা চলছে। আমি অনুরোধ করছি গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নেবেন।’

অভিষেকও আক্রান্ত হওয়ার খবর জানিয়ে লেখেন, ‘আমি ও বাবা দুজনেই করোনা আক্রান্ত হয়েছি। হালকা উপসর্গ দেখা দিয়েছে আমাদের। হাসপাতালে ভর্তি রয়েছি। আমরা কর্তৃপক্ষকে যাবতীয় তথ‍্য জানিয়েছি। পরিবারের সদস‍্যরা এবং কর্মচারীদেরও করোনা পরীক্ষা হয়েছে। সকলকে অনুরোধ আপনারা চিন্তিত হবেন না। ধন‍্যবাদ।’ তবে পরিবারের বাকি সদস‍্য এবং কর্মচারীদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত খবর

X