বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফুটবলের প্রতি বিভিন্ন মানুষের অগাধ ভালোবাসার কথা অনেকেই আগে শুনে থাকবেন। কিন্তু কখনো শুনেছেন কি যে একটা ফুটবলের প্রতি ভালোবাসা থেকে কেউ নিজের জমি বিক্রি করে দিচ্ছে? হ্যাঁ, ঠিক এমনটাই করে দৃষ্টান্ত স্থাপন করলেন বাঁকুড়ার জয়পুরের আনোয়ার হোসেন মোল্লা ওরফে ফুটবল চাচা। নতুন প্রজন্ম যারা মাঠে খেলতে যাওয়া প্রায় ভুলেই যাচ্ছে, তাদেরকে মাঠমুখী করে তুলতেই এই উদ্যোগ তার।
সাধারণত যখন কোনও ব্যক্তি কোনও বড় সমস্যায় পড়েন, যেমন কোন আত্মীয়স্বজনের মারাত্মক অসুখ বা বিশাল বড় ধার দেনা, তখন সেই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্যই অনেককে বাধ্য হয়ে বাড়ি বা জমি বিক্রি করার মতো সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু আনোয়ার শুধুমাত্র নিজের ফুটবলপ্রেমের শিকার হয়ে এমন কাজ করেছেন। এইজন্য তার এলাকায় মানুষজনের মধ্যে এই ব্যাপার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
বাঁকুড়ার জয়পুরের মল্লিকগঞ্জ ব্লকে বাড়ি এই ফুটবল চাচার। অনেকেই মনে করছেন এমনটা করে ভারতীয় না হলেও বাংলার ফুটবলের ইতিহাসে নিজের নাম তুলে ফেলেছেন আনোয়ার। এলাকার বেশিরভাগ ফুটবল টুর্নামেন্টে তিনি উপস্থিত হয়ে যান এবং দরকারে বিভিন্ন ছেলেপুলেদের খাওয়ার থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান দিয়ে দেন।
নিজেও এক সময় ফুটবল খেলেছেন। তবে কোনওদিনই বড় কিছু করতে পারেননি ফুটবল খেলে। কিন্তু এলাকায় তার হাতে অনেকেই প্রাথমিক ফুটবলের পাঠ শিখেছেন। স্থানীয় মানুষদের মতে তিনি সম্পূর্ণ খেলা পাগল একজন মানুষ। সেই কারণেই এমন উদ্যোগ তিনি নিতে পেরেছেন।
যাকে নিয়ে এত জল্পনা সেই আনোয়ার নিজে কি বলছেন এই ব্যাপারে? সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “ছোটবেলা থেকেই ফুটবল ভালোবাসি। এখন যারা ফুটবল খেলতে চায় তাদের কিছুটা সাহায্য করার চেষ্টা করি। টাকার দরকার সকলেরই ফুটবল খেলার জন্য কিন্তু সবাইকে টাকা দেওয়া সম্ভব হয় না। ফাইনালে কিছু হলে তখন টাকা দেওয়ার চেষ্টা করি তাছাড়া যাদের দরকারে তাদের গাড়ি ভাড়াও দিয়ে দি। এরা সবাই আমাকে খুব ভালোবাসে।”