সীমান্ত অঞ্চলে চীনের যে কোন দুঃসাহ উল্টে তাদের জন্যেই বিপদ ডেকে আনবেঃ প্রাক্তন সেনা প্রমুখ

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) ও চীনের (China) নিয়ন্ত্রণ রেখা নিয়ে উত্তেজনা গত এক মাস ধরে চলছে। এই সমাধানের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। এরই মধ্যে প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং জানিয়েছেন, হিমালয় অঞ্চলে চীন সামরিক বাহিনীর সাথে যে ‘অসচেতনতা’ করা হচ্ছে, তা ভারতের কাছে বিপজ্জনক হতে পারে।

জেনারেল বিক্রম সিং-এর সময়কাল
জেনারেল বিক্রম সিং ৩১ শে ২০১৩ থেকে ৩১ শে জুলাই ২০১৩ অবধি সেনা প্রধানের পদে নিয়োজিত ছিলেন। তিনি আমেরিকান চ্যানেল সিএনএন এর ওয়েবসাইটে একটি নিবন্ধ লিখেছেন। তাঁর সময়কালে চীনা সেনা লাদাখের দৌলত বেগ ওল্ডি সেক্টরে ২০ দিন ধরে ঘাটি গেড়েছিল।

xdaulatbegoldi 150 1591337579.jpg.pagespeed.ic .kjWH9fuHL

ভারত-চীন সংঘর্ষ
ভারত-চীন সীমান্তে হিমালয়ের উঁচু চূড়ার বিতর্কিত সীমান্ত নিয়ে গত কয়েক মাস ধরে ভারতীয় সেনাবাহিনী এবং পিপলস লিবারেশন আর্মি-এর মধ্যে দ্বন্দ্ব চলছিল। পরবর্তীতে এই সংঘর্ষ মিউচুয়াল প্রোটোকলের মাধ্যমে সমাধান করা হয়েছে। তিনি আরও বলেন ২০১৭ সালে সবথেকে বড়ো যুদ্ধ শুরু হয়েছিল, যা প্রায় ৭৩ দিন ধরে চলেছিল।

আলোচনা করেন ভারত-চীনের প্রধানরা
এই ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জিনপিং-এর সাথে ২০১৮ সালে উহানে এবং ২০১৯ সালে মামলাপুরমে বৈঠক হয়। বৈঠকে দুই দেশের প্রধানরাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেন। তারা প্রথমেই সীমান্ত অঞ্চলের সমস্যা সমাধানের ব্যাপারে আগ্রহী হয়। কিন্তু তারা বৈঠক শেষে জানান, সামরিক ও কূটনৈতিক পর্যায়ে মিশ্র প্রচেষ্টার মাধ্যমেই সমাধান করা সম্ভব।

xindia china lac 150 1591337536.jpg.pagespeed.ic .GVrF4nzSbk

ভুল পদক্ষেপে মহাশক্তি হওয়ার স্বপ্ন ভঙ্গ হতে পারে চীনের
১৯৭৫ সালে দুই দেশের মধ্যেকার দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে তারা শক্তি প্রয়োগে বিরত থাকে। তারপর থেকে ভারত চীনের মধ্যে আর কোন সংঘর্ষ হয়নি। জেনারেল সিং জানান, বর্তমানে করোনা মহামারির কারণে চীন সমগ্র বিশ্বের থেকে কোণঠাসা হয়ে পড়েছে। আর এই সময় চীন যদি কোনপ্রকার ভুল পদক্ষেপ নেয়, তাহলে ২০৫০ সালে তাঁদের বিশ্বের মহাশক্তি হওয়ার স্বপ্ন ভঙ্গ হতে পারে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর