শাড়ি ছেড়ে সুইমসুটে পুলের জলে নামলেন অপরাজিতা আঢ‍্য, মুহূর্তে ভাইরাল অভিনেত্রীর ছবি

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য (aparajita adhya)। সিরিয়াল থেকে সিনেমা সবেতেই দাপটের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে বড়পর্দা হোক বা ছোটপর্দা, সবেতেই শাড়ি বা সালোয়ার সুটেই দেখা গিয়েছে অপরাজিতাকে। ওয়েস্টার্ন পোশাকে খুব কমই ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি।

তাই অপরাজিতার সাম্প্রতিক ছবিটি দেখে কার্যত চোখ কপালে উঠেছে নেটজনতার। লাল সুইমসুট পরে সুইমিং পুলের জলে ভাসতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভেজা চুল লেপটে রয়েছে শরীরের সঙ্গে। এমন অবতারে অপরাজিতাকে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।

IMG 20210121 210228
সম্প্রতি মন্দারমণি ঘুরতে গিয়েছিলেন অপরাজিতা। সমুদ্র সৈকতে হাওয়ায় লম্বা চুল উড়িয়ে বেশ কয়েকটি ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। ‘চিনি’ ছবির জন‍্য ওজন কমিয়ে একেবারে লুক বদলে ফেলেছেন অপরাজিতা। সেই সব ছবি, ভিডিও বেশ ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CKRZQq6gMXj/?igshid=1iezz0qc6t06p

বেশ কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অপরাজিতা। তবে কিছুদিন পর সুস্থও হয়ে যান তিনি। করোনা মুক্ত হওয়ার খবর সোশ‍্যাল মিডিয়ায় জানিয়ে তিনি লেখেন, ‘covid হারিয়ে আবার শুরু খেলা খেলা দিয়ে’। রিয়েলিটি শো হাসিওয়ালা অ্যান্ড কোম্পানির শুটিং শুরু ফের করেন অভিনেত্রী।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বরেই মুক্তি পেয়েছে অপরাজিতা আঢ‍্য ও মধুমিতা সরকারের নতুন ছবি ‘চিনি’। মা মেয়ের সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এই ছবি। এটা বড়পর্দায় মধুমিতার দ্বিতীয় ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর