খ‍্যাতি পেয়ে আর খোঁজ নেন না, অনামিকা সাহার অভিযোগের উত্তর দিলেন অপরাজিতা আঢ‍্য

বাংলাহান্ট ডেস্ক: প্রথম সিনেমায় সুযোগ পেয়েছিলেন তাঁর জন‍্যই। এখন খ‍্যাতি পেয়ে আর মনেও রাখেননি। দিন কয়েক আগে অপরাজিতা আঢ‍্যর (Aparajita Adhya) বিরুদ্ধে এমনি অভিযোগ তুলেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha)। অপরাজিতা নাকি এখন আর তাঁর ‘মামমাম’এর সঙ্গে যোগাযোগ করেন না।

এবার সেই অভিযোগের উত্ত‍র দিলেন অপরাজিতা। সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে সাক্ষাৎকারে ‘লক্ষ্মী কাকিমা’ বলেন, অনামিকা সাহা যে বলেছেন তিনিই তাঁকে প্রথম ছবিতে সুযোগ করিয়ে দিয়েছিলেন তা সত‍্যি। সে সময়ে পরিচালক স্বপন সাহার সব ছবিতেই কাজ করতেন অনামিকা।

aparajita adya
অন‍্যদিকে অপরাজিতা সবে সবে ইন্ডাস্ট্রিতে এসেছেন। তিনি বারবার অনুরোধ করতেন অনামিকাকে, স্বপন সাহার সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়ার জন‍্য। অপরাজিতাকে দেখা মাত্রই ‘শিমূল পারুল’ ছবিতে কাস্ট করেছিলেন পরিচালক।

কিন্তু অনামিকা সাহার বলা কিছু কথায় আপত্তি প্রকাশ করেছেন অপরাজিতা। যেমন বর্ষীয়ান অভিনেত্রী বলেছিলেন, তাঁকে স্বপন সাহার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন‍্য নাকি প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের কাছে বকাও খেয়েছিলেন তিনি। কিন্তু অপরাজিতা প্রতিবাদ করে বলেন, প্রসেনজিৎ তাঁকে প্রথম বার দেখেই অনামিকাকে বলেছিলেন, সঙ্গে ‘মেম’ নিয়ে ঘুরছেন তিনি।

তার কিছুদিন পরেই প্রসেনজিৎ নিজের পরিচালনায় একটি ছবির জন‍্য ডেকে পাঠিয়েছিলেন অপরাজিতাকে। তিনি আরো বলেন, শিমূল পারুল ছবির কাজ শেষ হওয়ার পরেই তিনি বিয়ের পিঁড়িতে বসেন। তারপর দীর্ঘ দু বছর ইন্ডাস্ট্রি থেকে দূরেই ছিলেন অপরাজিতা।

অনামিকা সাহার সঙ্গে আর কাজ করাও হয়নি, যোগাযোগও হয়নি। কারণ প্রথম দিকে অপরাজিতার বাড়িতে ল‍্যান্ডফোন ছিল না। পরে মোবাইল আসলেও অনামিকা সাহা নিজেই যোগাযোগ করেননি। অপরাজিতা বলেন, তিনি যখন পরে আবার টেলিভিশনে ফেরেন তখনি তাঁর জনপ্রিয়তা বাড়ে।

কিন্তু সেসময় কেউই জিজ্ঞাসা করেননি তাঁর শুরু কীভাবে। তাই অনামিকা সাহার অবদানটাও বলা হয়নি। বর্ষীয়ান অভিনেত্রী দাবি করেছিলেন, দেখা হলেও কথা বলেননি অপরাজিতা। কিন্তু অভিনেত্রী বলেন, একসঙ্গে হয়তো অনেকদিন কাজ করেননি। কিন্তু কিছুদিন আগেই তাঁর দেখা হয়েছিল অনামিকা সাহার সঙ্গে। তখন কথা বলেছেন দুজনেই।

অপরাজিতার কথায়, “উনি আমার মাতৃসম। মায়েরা বরাবরই একটু বেশি অভিমানী হন। যদি আমার কারণে উনি অভিমান করে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আমি ইচ্ছা করে কিছুই করিনি। উনি আমাকে ভুল বুঝেছেন বলেই আমার খারাপ লেগেছে।”


Niranjana Nag

সম্পর্কিত খবর