লাল স‍্যান্টাক্লজ সেজে ‘জিঙ্গল বেলস’ গাইলেন অপরাজিতা, নেটিজেনদের জানালেন বড়দিনের শুভেচ্ছা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আজ ২৫ ডিসেম্বর। করোনার আবহেও বড়দিনের উৎসবে মেতেছে বাঙালি। বাদ নেই তারকারাও। সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। স‍্যান্টা ক্লজ (santa clause) সেজে সকলকে মেরি খ্রিস্টমাস (merry Christmas) উইশ করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য (aparajita adhya)।

স‍্যান্টা ক্লজের মতো লাল পোশাক, লাল টুপিতে সেজেছেন অপরাজিতা। বাড়িতে খ্রিস্টমাস ট্রি সাজাতে সাজাতে ‘জিঙ্গল বেলস জিঙ্গল বেলস জিঙ্গল অল দ‍্য ওয়ে’ গাইছেন তিনি। সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি সুরক্ষা বিধি মানার কথাটাও মনে করিয়ে দিয়েছেন। মজা করার পাশাপাশি সুরক্ষিতও যে থাকতে হবে সেটাই সবাইকে মনে করিয়েছেন অপরাজিতা।

বেশ কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অপরাজিতা। তবে কিছুদিন পর সুস্থও হয়ে যান তিনি। করোনা মুক্ত হওয়ার খবর সোশ‍্যাল মিডিয়ায় জানিয়ে তিনি লেখেন, ‘covid হারিয়ে আবার শুরু খেলা খেলা দিয়ে’। রিয়েলিটি শো হাসিওয়ালা অ্যান্ড কোম্পানির শুটিং শুরু ফের করেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CJMODR8AQuL/?igshid=1bc8nucm9ssce

সংবাদ মাধ‍্যমকে অভিনেত্রী জানান, শরীরে এখনো কিছুটা দুর্বলতা রয়েই গিয়েছে তাঁর। রক্তচাপ সামান‍্য বেশি। তাই চিকিৎসকের পরামর্শ মেনে কোনো ঝুঁকি নিতে রাজি নন অপরাজিতা। সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করেই শুটিং করছেন তিনি। অপরদিকে চলতি মাসেই ‘ফাটাফাটি’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনি বেশি পরিশ্রম করতে চান না অভিনেত্রী। তাই পেছানো হয়েছে তারিখ।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়েও নিজেই প্রতিবারের মতো বাড়ির লক্ষ্মীপুজোয় প্রতিমা সাজিয়েছেন অপরাজিতা। অন‍্যান‍্য বার রীতিমতো ধুমধাম করে লক্ষ্মী পুজো হয় অপরাজিতা আঢ‍্যর বাড়িতে। নিজের হাতে পুজোর যাবতীয় কাজ করেন তিনি। মা লক্ষ্মীকে গান গেয়ে শোনান। অভিনয় ইন্ডাস্ট্রির অনেক চেনা পরিচিত মুখ দেখা যায় এদিন অভিনেত্রীর বাড়ির পুজোতে।

কিন্তু এবার করোনা আবহে দূর্গা পুজোর মতো লক্ষ্মী পুজোর জাঁকজমকও অনেকটাই ফিকে ছিল। উপরন্তু কোভিড আক্রান্ত হওয়ায় অভিনেত্রীর বাড়ির পুজো নিয়েও এবার সংশয় দেখা দিয়েছিল। কিন্তু দমেননি অপরাজিতা। প্রতিবারের মতো এবারেও নিজের হাতেই সাজান লক্ষ্মী প্রতিমা।

প্রসঙ্গত, ২৫ ডিসেম্বরেই মুক্তি পেয়েছে অপরাজিতা আঢ‍্য ও মধুমিতা সরকারের নতুন ছবি ‘চিনি’। মা মেয়ের সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এই ছবি। এটা বড়পর্দায় মধুমিতার দ্বিতীয় ছবি।

X