অবশেষে প্রতীক্ষার অবসান! ভারতের এই দুই শহরে নিজেদের স্টোর খুলতে চলেছে Apple

বাংলা হান্ট ডেস্ক: সমগ্ৰ বিশ্বজুড়েই টেকপ্রেমীদের কাছে Apple-এর ডিভাইসগুলি পছন্দের তালিকায় একদম প্রথমসারিতে থাকে। এমনকি, বর্তমান সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে iPhone ব্যবহারকারীদের সংখ্যাও। তবে, এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, Apple এবার ভারতের দু’টি শহরে তাদের স্টোর খুলতে চলেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Apple-এর প্রথম স্টোরটি আগামী ১৮ এপ্রিল দেশের রাজধানী দিল্লিতে খুলবে। এরপরে, সংস্থাটির তরফে আগামী ২০ এপ্রিল মুম্বাইতে আরও একটি Apple স্টোর খোলা হবে। এই স্টোরগুলিতে গ্রাহকেরা সংস্থার জনপ্রিয় প্রোডাক্টগুলিকে দেখে কেনার অভিজ্ঞতা লাভ করবেন। উল্লেখ্য যে, ২০২০ সালে ভারতে অনলাইন স্টোর খুলেছিল Apple। তবে, অফলাইন স্টোর এই প্রথম শুরু করতে চলেছে তারা।

অবাক করবে এই স্টোর: জানা গিয়েছে, ভারতে Apple-এর সমস্ত স্টোর হবে অত্যন্ত রঙিন। যেগুলির অন্দরমহল দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যাবেন গ্রাহকেরা। এছাড়াও এই স্টোরে কোম্পানির পক্ষ থেকে টেক এক্সপার্টও রাখা হবে। যা ব্যবহারকারীদের গাইড করবে। তবে, এই স্টোর খোলার আগে Apple ব্যবহারকারীদের Apple BKC এবং Apple Saket ওয়ালপেপার ডাউনলোড করার ক্ষেত্রে ইনভাইট করেছে।

স্টোরগুলি কখন খুলবে: উল্লেখ্য যে, Apple-এর প্রথম স্টোরটি আগামী ১৮ এপ্রিল দিল্লিতে সকাল ১১ টায় খুলে যাবে। পাশাপাশি, দ্বিতীয় স্টোরটি আগামী ২০ এপ্রিল সকাল ১০ টায় মুম্বাইতে খুলবে।

whatsapp image 2023 04 12 at 2.48.00 pm

Appleস্টোরের আশেপাশে থাকবে না এইসব ব্র্যান্ডের স্টোর: বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, Apple তাদের স্টোর খোলার আগে একটি এগ্রিমেন্ট তৈরি করেছে। যেটি অনুযায়ী Apple স্টোরের আশেপাশে অ্যামাজন সহ ২২ টি ব্র্যান্ডের স্টোর খোলা যাবে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর