ভারতেই ভরসা Apple-এর! নতুন এই পরিকল্পনায় জোরদার ঝটকা পেতে চলেছে চিন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতের (India) পক্ষে বড় সিদ্ধান্ত নিল Apple। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এখন কোম্পানিটি ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়াকে নতুন সাপ্লায়ার হিসেবে বিবেচিত করতে চায়। অর্থাৎ, সংস্থাটি এই দেশগুলি থেকে তার গ্যাজেটের জন্য প্রয়োজনীয় অংশ নেবে। এই ব্যাপারে Apple ভারতের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারের সঙ্গেও যোগাযোগ করেছে। সরকারের কাছ থেকে আমদানি অনুমোদনে বিলম্বের কারণে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে চিনা কোম্পানিগুলি ফোনের বিভিন্ন প্রয়োজনীয় অংশ সরবরাহ করত। যার মধ্যে ব্যাটারি, ক্যামেরার লেন্স ও অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত ছিল। যেগুলি Apple ভারতে তৈরি তার ফ্ল্যাগশিপ iPhone এবং iPads-গুলিতে ব্যবহার করত। উল্লেখ্য যে, জানুয়ারিতে Apple-এর যন্ত্রাংশ তৈরির ১৭ টি চিনা কোম্পানি সরকারি ছাড়পত্রের জন্য আবেদন করেছিল। যেখানে ভারতে একটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি স্থাপন করতে বলা হয়।

আরও পড়ুন: অর্থনৈতিক টালমাটালের মধ্যে থাকা চিন খেল বড় ধাক্কা! জিনপিংয়ের স্বপ্নের প্রকল্প থেকে বেরিয়ে এল ইতালি

এদিকে, ওই ১৭ টির মধ্যে ১৪ টি কোম্পানিকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দিতে বিলম্ব হয়েছে ৪ টি কোম্পানিকে। যদিও, ৬ টি কোম্পানি সরকারকে বলেছিল যে, তারা ভারতে স্থাপনে আগ্রহী নয়। তবে, ৪ প্রতিষ্ঠানের অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। জানা গিয়েছে, জানুয়ারিতে কোম্পানিগুলিকে শুধুমাত্র প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল। কারণ সবগুলি কোম্পানিই ছিল চিনা। জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এইসব অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাজার কাঁপাচ্ছে দেশের সবথেকে সস্তা ৩ SUV! মাত্র ৬ লক্ষ টাকায় মিলছে দুর্ধর্ষ “ফ্যামিলি কার”

পাশাপাশি, পরিবেশগত ছাড়পত্রও একটি সমস্যা ছিল এবং অনুমোদন দেওয়ার আগে বিশেষজ্ঞ কমিটির সাথে এই বিষয়ে পরামর্শ করা হয়েছে। ১৪ টি কোম্পানির মধ্যে রয়েছে সানি অপটিক্যাল টেকনোলজি গ্রুপ এবং হ্যান’স লেজার টেকনোলজি ইন্ডাস্ট্রি গ্রুপ। এয়ারপড নির্মাতা লাক্সশেয়ার-আইসিটি এবং সেমিকন্ডাক্টর শেনজেন চায়নার নামও এতে অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য যে, Apple-এর যন্ত্রাংশ তৈরির বেশিরভাগ কোম্পানিই হল চিনা।

Apple is relying on India instead of China

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, Tata Electronics বর্তমানে ভারতে একমাত্র Apple ভেন্ডর। টাটা ভারতে তার কেসিং ফেসিলিটি দ্বিগুণ করার জন্যও কাজ করছে। উল্লেখ্য যে, গত কয়েক বছরে, Apple চিনের বাইরে ভারতে তার পণ্য তৈরির ওপর জোর দিয়েছে। এমন পরিস্থিতিতে, Apple-এর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্লেয়ার এখন ভারতে। ইতিমধ্যেই ফক্সকন, পেগাট্রন এবং উইস্ট্রন Tata Electronics টেকওভার করেছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X