বাজার কাঁপাচ্ছে দেশের সবথেকে সস্তা ৩ SUV! মাত্র ৬ লক্ষ টাকায় মিলছে দুর্ধর্ষ “ফ্যামিলি কার”

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে ব্যক্তিগত গাড়ির (Private Cars) সংখ্যা। এমতাবস্থায়, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার ওপর ভর করে এবং যুগের সাথে পাল্লা দিয়ে একের পর এক দুর্ধর্ষ গাড়ি বাজারে আনছে সংস্থাগুলি। শুধু তাই নয়, গাড়ির বাজারের পরিপ্রেক্ষিতে আমাদের দেশে মিড সেগমেন্টের SUV (Sports Utility Vehicle)-র জন্য একটি বড় বাজার রয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে ৬ লক্ষ টাকার কম মূল্যের কিছু দুর্দান্ত SUV-র প্রসঙ্গ উপস্থাপিত করব।

এই SUV-গুলি দেখতে বেশ আকর্ষণীয়। পাশাপাশি, এগুলির বুট স্পেস অত্যন্ত বড় এবং এই গাড়িগুলি CNG ইঞ্জিনের বিকল্পেও উপলব্ধ হয়। এই ফ্যামিলি কারগুলির পেছনের সিটে এয়ারব্যাগ, চাইল্ড অ্যাঙ্কর সহ ভালোরকম সেফটি ফিচার্স রয়েছে। তাই, আপনিও যদি শীঘ্রই একটি SUV কেনার পরিকল্পনা করে রাখেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: পর্যটক হিসেবে আসেন ভারতে, তৈরি করেছেন ১,০০,০০০ কোটির কোম্পানি! এই মহিলা হলেন রতন টাটার….

১. Hyundai Exter: প্রথমেই আমরা যে, SUV-টির বিষয়ে জানাবো সেটির নাম হল Hyundai Exter। এটি হল Hyundai-এর মিড সেগমেন্টের গাড়ি। যেটি পেট্রোল এবং CNG ইঞ্জিন উভয় বিকল্পে উপলব্ধ রয়েছে। এই গাড়িটির প্রারম্ভিক মূল্য হল ৬ লক্ষ টাকা (এক্স-শোরুম মূল্য)। এটি হল একটি ফাইভ সিটার SUV। যেখানে দু’টি ট্রান্সমিশন সহ ১১৯৭ CC-র একটি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এই গাড়িটির পাঁচটি ভেরিয়েন্ট রয়েছে। পাশাপাশি, Hyundai Exter-এর বুট স্পেস হল ৩৯১ লিটার। এই গাড়িটি CNG-তে ২৭.১ কিমি/কেজি পর্যন্ত মাইলেজ দেয়। যেখানে ম্যানুয়াল পেট্রোল ইঞ্জিনে এই গাড়িটি ১৯.৪ kmpl পর্যন্ত মাইলেজ প্রদান করে। গাড়িটিতে ৯ টি রঙ রয়েছে এবং এটি সর্বোচ্চ ৮১.৮ bhp শক্তি উৎপন্ন করে। পাশাপাশি, গাড়িটিতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম সহ দুর্দান্ত সেফটি ফিচার্স রয়েছে।

আরও পড়ুন: ঘুম উড়েছে আম্বানির! বছর শেষে ১ লক্ষ কোটির সম্পদ বাড়িয়ে শীর্ষ ১৫ ধনকুবেরের তালিকায় এন্ট্রি আদানির

২. Tata Punch: এই গাড়িটির বেস মডেলের এক্স-শোরুম দাম হল ৬ লক্ষ টাকা। এই SUV-টি CNG এবং পেট্রোল উভয় ভার্সানেই পাওয়া যায়। গাড়িটিতে ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। গাড়িটির CNG ইঞ্জিন ২৬.৯৯ কিমি/কেজি পর্যন্ত মাইলেজ দেয়। এই গাড়িটি চারটি ভেরিয়েন্টে পাওয়া যায়। গাড়িটিতে ১১৯৯ CC-র শক্তিশালী ইঞ্জিনও রয়েছে। পাশাপাশি রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে। Tata Punch-এর বুট স্পেস হল ৩৬৬ লিটার। এই গাড়িটি সর্বোচ্চ ৮৬.৬৩ bhp শক্তি উৎপন্ন করে। গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হল ১৮৭ মিমি। যার কারণে এই গাড়িটি খারাপ রাস্তায়ও ভালোভাবে চলাচল করতে পারে।

The country's cheapest 3 SUVs are rocking the market

৩. Nissan Magnite: এই SUV টি দু’টি ট্রান্সমিশনে উপলব্ধ হয়। এতে পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা সর্বোচ্চ ৯৮.৬৩ bhp শক্তি উৎপন্ন করে। এটি হল একটি ফাইভ সিটার SUV গাড়ি। যেটির এক্স-শোরুম মূল্য ৬ লক্ষ টাকা। গাড়িটিতে ৯৯৯ CC-র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। পাশাপাশি, গাড়িটিতে টার্বো ইঞ্জিনের বিকল্পও রয়েছে। এই গাড়িটি ৩৩৬ লিটার বুট স্পেস সহ উপলব্ধ হয়। এমতাবস্থায়, এই SUV-তে আপনি পুরো পরিবারের লাগেজ নিয়ে দীর্ঘ রুটে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও, জানিয়ে রাখি, Nissan Magnite-এ ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল রয়েছে। পাশাপাশি, এই গাড়িটি হিল হোল্ড অ্যাসিস্টের বৈশিষ্ট্য সহ উপলব্ধ হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর