বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতিদের ঘাটতি পূরণ করতে উদ্যোগী সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কয়েকদিন আগেই আইনজীবীদের সংগঠনগুলির তরফ থেকে এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল। গত জানুয়ারি মাসে খবর হয়, বিচারপতির (Judges) শূন্যপদের নিরিখে যদি শতাংশের বিচার করা হয়, তাহলে তিন নম্বরে রয়েছে কলকাতা হাইকোর্ট। এই আবহে এবার ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হল।
হাইকোর্টে (Calcutta High Court) নতুন পাঁচ বিচারপতি নিয়োগের সুপারিশ!
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পাঁচজন নতুন বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম। এই প্রসঙ্গে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি হওয়া বৈঠকে পাঁচ জন আইনজীবীকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করছে কলেজিয়াম।
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, আইনজীবী ঋতব্রত কুমার মিত্র, স্মিতা দাস দে, কৃষ্ণরাজ ঠাকের, তলয় মাসুদ সিদ্দিকী এবং ওম নারায়ণ রাইকে উচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হচ্ছে। এখন এই বিষয়ে শুধু দরকার কেন্দ্রের ছাড়পত্র। সেই ছাড়পত্র মিললেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে এই পাঁচজনকে।
আরও পড়ুনঃ তৃণমূল নেতার দাদাগিরি! ৩ দিন চলবে না ‘এই’ রুটের বাস! মাথায় হাত নিত্যযাত্রীদের
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে খবর হয়, বিচারপতির শূন্যপদের বিচারে শতাংশের নিরিখে গোটা ভারতের মধ্যে তিন নম্বরে রয়েছে এদেশের প্রাচীনতম বিচারালয় কলকাতা হাইকোর্ট। ২০২২ সালের পরে এই উচ্চ আদালতে আইনজীবীদের মধ্যে থেকে বিচারপতি নিয়োগ করার ছাড়পত্র দেয়নি কেন্দ্রীয় সরকার।
অভিযোগ ওঠে, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফ থেকে বেশ কয়েকটি নাম সুপারিশ করে কেন্দ্রীয় আইন মন্ত্রকে পাঠানো হলেও সেগুলি পড়েই রয়েছে! এমতাবস্থায় আইনজীবীরা গণস্বাক্ষর করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেন। ২৯টি শূন্যপদে বিচারপতি নিয়োগের জন্য এই চিঠি দেওয়া হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছেও একই দাবি জানানো হয়েছিল। এই আবহে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পাঁচজন নতুন বিচারপতি নিয়োগের সুপারিশ করল শীর্ষ আদালতের কলেজিয়াম।