বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শিয়রে। দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও বাংলায় ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বিভিন্ন রাজ্যে সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় সভা করছেন। বুধবার বাংলার বারাসাতে সভা রয়েছে তাঁর। এই আবহে প্রকাশ্যে এল মোদীর গ্রহণযোগ্যতা সংক্রান্ত সমীক্ষার ফলাফল।
গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) গ্রহণযোগ্যতা নিয়ে ‘ইপসস ইন্ডিয়াবাস’এর তরফ থেকে একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষার ফলাফল অনুযায়ী, গত কয়েক মাসে পিএম হিসেবে মোদীর গ্রহণযোগ্যতা ১০% বৃদ্ধি পেয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে গ্রহণযোগ্যতার হার ছিল ৬৫%। এখন তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৫ শতাংশে।
মোদীর অঞ্চল ভিত্তিক গ্রহণযোগ্যতার হারও (Approval Rating) প্রকাশ করা হয়েছে একই সমীক্ষায়। ফলাফল অনুসারে, উত্তর ভারতে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর (PM Modi) গ্রহণযোগ্যতার হার ৯২%। হিন্দি বলয়ে বিজেপির গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই সেখানে এই ফলাফল কিছুটা প্রত্যাশিত। অন্যদিকে পূর্ব ভারতে মোদীর গ্রহণযোগ্যতার হার হল ৮৪%। উত্তরপূর্ব ভারতে বর্তমানে বিজেপি শক্তিশালী হলেও, পূর্বে বিহার বাদে বাকি কোনও রাজ্যের ক্ষমতায় নেই তারা। তাই সেদিক থেকে দেখলে পূর্ব ভারতে মোদীর গ্রহণযোগ্যতার হার বেশ চমকপ্রদ।
আরও পড়ুনঃ কেষ্টর কালীপ্রতিমার গয়না রাখা যেই ব্যাঙ্কে, এবার সেখানেই হানা দিল ED! শোরগোল বোলপুরে
প্রধানমন্ত্রী মোদী নিজে পশ্চিম ভারত থেকে এসেছেন। সেখানে তাঁর গ্রহণযোগ্যতার হার হল ৮০%। পশ্চিম ভারতে বেশ শক্তিশালী বিজেপি (BJP)। বহু বছর ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে তারা। বর্তমানে মহারাষ্ট্রেও সরকার গঠন করেছে এই দল। উত্তর, পূর্ব এবং পশ্চিম ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতার হার উল্লেখযোগ্য হলেও, দক্ষিণ ভারতে তা অনেকটাই কম, মাত্র ৩৫%। উল্লেখ্য, কর্ণাটক বাদে দক্ষিণ ভারতের আর কোনও রাজ্যে বিজেপি ততটা শক্তিশালী নয়। তাই এই ফলাফল অবাক করার মতো নয় বলে মত ওয়াকিবহাল মহলের।
‘ইপপস ইন্ডিয়াবাস’এর সমীক্ষা অনুসারে, দেশের টিয়ার ১ এবং টিয়ার ৩ শহরগুলিতে প্রধানমন্ত্রী মোদীর গ্রহণযোগ্যতার হার যথাক্রমে ৮৪% এবং ৮০%। ৪৫ বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে ৭৯% গ্রহণযোগ্যতা রয়েছে মোদীর। অন্যদিকে ১৮-৩০ বছর বয়সসীমার মানুষদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতার হার ৭৫%। তবে মেট্রোসিটিগুলিতে পিএম মোদীর জনপ্রিয়তা তুলনামূলকভাবে কম। সমীক্ষা অনুযায়ী, মেট্রোসিটিতে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর গ্রহণযোগ্যতা ৬৪%। টিয়ার ২ শহরে এই হার হল ৬২%। অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যে মোদীর গ্রহণযোগ্যতার হার ৫৯%। সমীক্ষায় দাবি করা হয়েছে, বেশিরভাগ মানুষের বিশ্বাস শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতার মতো ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকার ভালো কাজ করেছে। অন্যদিকে কর্মসংস্থান, পরিবেশ, মুদ্রাস্ফীতির মতো ক্ষেত্রে তাদের ফলাফল ‘মোটামুটি’।