সূর্যগ্রহণের দিন বাড়বে একের পর এক গাড়ি দুর্ঘটনার সম্ভাবনা! ৮ এপ্রিল নিয়ে একী বলছেন বিজ্ঞানীরা

বাংলাহান্ট ডেস্ক : পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে আগামী এপ্রিল মাসে। এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা আগে থেকেই সতর্কতা জারি করেছেন। গ্রহণ নিয়ে সাধারণত বিজ্ঞানীরা সতর্কতা বা সতর্ক বাণী জারি করেন না। তবে এবার তার ব্যতিক্রম ঘটেছে। আগামী ৮ই এপ্রিল রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেই বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শেষবার যখন সূর্যগ্রহণ হয়েছিল তখন নাকি একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছিল। বিজ্ঞানীরা চাইছেন না সেই ঘটনার পুনরাবৃত্তি হোক। তাই আগে থেকেই জারি করা হয়েছে সতর্কতা। এই পূর্ণগ্রাস সূর্য গ্রহণ ভারত থেকে দেখা যাবে না।

আরোও পড়ুন : বাংলাদেশের বিমানে র‍্যাকেট দিয়ে মশা মারছেন বিদেশি! নিমেষেই ভাইরাল সেই ভিডিও

এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে আমেরিকা থেকে। এই পর্যায়ের গ্রহণ শেষবার আমেরিকায় হয়েছিল ২০০৭ সালে। সেই সময় বেশ কিছু দুর্ঘটনার খবর সামনে এসেছিল। তাই এবার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিজ্ঞানীরা আগেভাগেই সতর্ক করছেন সবাইকে। গ্রহণ নিয়ে দীর্ঘকাল ধরে একাধিক কুসংস্কার প্রচলিত রয়েছে।

আরোও পড়ুন : ১৪ বছরের অপেক্ষার অবসান! এবার কৃষ্ণনগর থেকে এই রুটে ছুটবে ট্রেন, ভোটের আগেই নয়া চমক রেলের

যথেষ্ট ভাবে প্রচার চালানো হলেও এখনও সবার মন থেকে গ্রহণ নিয়ে কুসংস্কার দূর করা যায়নি। তবে বিজ্ঞানীরা কিন্তু দুর্ঘটনার কথা বলছেন সম্পূর্ণ অন্য যুক্তিতে। বিজ্ঞানীদের যুক্তি আলোর তারতম্য ঘটার ফলে বৃদ্ধি পেতে পারে সড়ক দুর্ঘটনা। তাই সাবধান থাকতে বলা হচ্ছে চালকদের।

trez6hifzdrik8qbxfobab 970 80.jpg

টরন্টো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. ডোনাল্ড রিডেলমেয়ার একটি লেখায় দাবি করেছেন, সূর্য গ্রহণের সময় হঠাৎ করে দিনের বেলার আলো কমে যাওয়া এবং বেড়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে না। বরঞ্চ এই সময়টার আগে ও পরে ঘটে বেশি দুর্ঘটনা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর