বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মুহূর্তে ভারতের বড় যুদ্ধ রয়েছে আফগানিস্তানের সঙ্গে। তবে বিশ্বকাপ শেষ হলেও ভারতের ক্রিকেটীয় লড়াই জারি থাকবে, কারণ আরব আমিরশাহী থেকে ফিরেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে তারা। যদিও এই সিরিজে রোহিত-কোহলিদের মত একাধিক সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হতে পারে বলেই জানা গিয়েছে বিসিসিআই সূত্রে। রোহিত এবং কোহলি না থাকায় টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন কে এল রাহুল।
রোহিত-কোহলিদের মত সিনিয়র খেলোয়াড়রা বিশ্রাম নেওয়ায় এই সিরিজে ভারতের হয়ে খেলতে দেখা যেতে পারে একাধিক তরুণ প্রতিভাকে। এবার আইপিএলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন একাধিক তরুণ বোলার। খবর অনুযায়ী, তাদের থেকেও কয়েকজনকে বেছে নেওয়া হতে পারে আগামী নিউজিল্যান্ড সিরিজের জন্য। বিশেষত নাম উঠে আসছে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলা অর্শদীপ সিংহর।
অর্শদীপ সিংহ এবার মাত্র ১২ টি ম্যাচেই পাঞ্জাবের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু এই কয়েকটি ম্যাচেই তার জোরে বোলিং এবং কন্ট্রোল রীতিমতো দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। আইপিএলে এবার শুধু যে তিনি ১৮ টি উইকেট শিকার করেছেন তাই নয় একটি ম্যাচে ৫ উইকেটও শিকার করেছিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট দখল করা মোটেই চালাকি কথা নয়। তাছাড়া অধিনায়ক কে এল রাহুলেরও বেশ পছন্দের খেলোয়াড় অর্শদীপ সিংহ।
আইপিএলে যখনই রাহুলের উইকেটের প্রয়োজন হয়েছে, তখনই এই তরুণ বোলারের হাতে বল তুলে দিয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, এবার অর্শদীপের ভাগ্যে জুটে যেতে পারে ভারতের নীল জার্সিও। তবে অবশ্যই তার বড় প্রতিদ্বন্দ্বী হবেন হর্ষল প্যাটেলের মতো তরুণ প্রতিভারা। কারণ একদিকে যেমন আইপিএলে লাগাতার উইকেট শিকার করেছেন এই তরুণ তেমনি অন্যদিকে ভারতীয় দলের নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। তাই তার দাবি যে অনেকটাই বেশি হবে এ নিয়ে কোন সন্দেহ নেই।