বাংলা হান্ট ডেস্ক: রোহিত শর্মা এবং বিরাট কোহলি (Rohit Sharma-Virat Kohli) ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় খুব সহজে স্থান করে নিয়েছেন। তাঁদের অনবদ্য ক্রিকেট কেরিয়ার এবং দুর্ধর্ষ সব নজির মন জিতেছে কোটি কোটি ক্রিকেট অনুরাগীদের। তাঁরা দু’জনেই T20 এবং টেস্টকে বিদায় জানিয়েছেন। কিন্তু, ODI ফরম্যাটে তাঁদের আধিপত্য এখনও শেষ হয়নি। রোহিত এবং কোহলি (Rohit Sharma-Virat Kohli) দু’জনেই ৫০ ওভারের ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমতাবস্থায়, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী মাসে বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়াকে ৫০ ওভারের ফরম্যাটে খেলতে হবে। যেখানে তাঁদের দু’জনকেই খেলতে দেখা যাবে। কিন্তু তার আগে, বড় প্রশ্ন হল টিম ইন্ডিয়া কী আদৌ বাংলাদেশ সফর করবে?
রোহিত-বিরাটের (Rohit Sharma-Virat Kohli) ৩ টি ম্যাচ হবে বাতিল?
ভারতের বাংলাদেশ সফরে আশঙ্কার মেঘ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়া আগামী অগাস্টে বাংলাদেশ সফর করবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এই সফর নিয়ে সংশয়ের কারণ হল সরকারের অনুমতি না পাওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন যে, BCCI এখনও অগাস্টে ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত করেনি। তাঁর মতে, ভারত সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই BCCI এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আরও বলেন, তিনি BCCI-এর সাথে কথা বলেছেন এবং এই বিষয়ে আলোচনা চলছে বলেও জানা গিয়েছে। আমিনুল বলেন যে তিনি এই সফরের ব্যাপারে আত্মবিশ্বাসী। এদিকে, সিরিজটি অগাস্টে নির্ধারিত হয়েছে। এর জন্য ভারত সরকারের অনুমোদন প্রয়োজন।
আরও পড়ুন: নতুন ফন্দি আঁটছে চিন-পাকিস্তান! ভারতের পড়শিদের একত্র করে…..সামনে এল “প্ল্যান”
রোহিত-বিরাটের ম্যাচ কী বাতিল হবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতের বাংলাদেশ সফর আগামী ১৭ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা। এই সফরের সূচি ইতিমধ্যেই নির্ধারিত রয়েছে। এই সফরে টিম ইন্ডিয়াকে ৩ টি ODI ম্যাচের সিরিজ খেলতে হবে। এছাড়াও, খেলতে হবে ৩ টি T20 ম্যাচের সিরিজ। যেহেতু রোহিত এবং বিরাট (Rohit Sharma-Virat Kohli) কেবল ODI ফরম্যাটে খেলবেন, তাই এই সফরে তাঁদের অংশগ্রহণের সম্ভাবনা ছিল। কিন্তু, ভারত সরকার এখনও পর্যন্ত এই সফরের জন্য সবুজ সংকেত না দেওয়ায়, বাংলাদেশে রোহিত-বিরাটের (Rohit Sharma-Virat Kohli) খেলা ৩ টি ম্যাচের ওপর আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। ভারত সরকার যদি অনুমতি না দেয়, তাহলে কেবল ওই ৩ টি ম্যাচই নয়, সফরটিও বাতিল হতে পারে।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! জুলাই মাসে ১৩ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দুর্ভোগ এড়াতে দেখে নিন ছুটির তালিকা
তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, BCCI তাদের আশ্বস্ত করেছে যে, যদি ভারত অগাস্টে বাংলাদেশে আসতে না পারে, সেক্ষেত্রে পরবর্তী সময়ে টিম ইন্ডিয়া বাংলাদেশে সফর করবে। তিনি আরও বলেন যে, এই সফর নিয়ে কেন সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়ে কোনও কারণ জানা যায়নি।