বাংলা হান্ট ডেস্কঃ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইকুয়েডর এবং আর্জেন্টিনা। এই ম্যাচে 0-3 গোলে ইকুয়েডরকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা এবং সেমিফাইনালে উঠেছে মেসিরা। আর্জেন্টিনার এই বড় ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তারকা ফুটবলার লিও মেসি।
ইকুয়েডরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে সতীর্থ রদ্রিগো দি পল এবং পরে আরেক সতীর্থ লাউতারো মার্তিনেসকে দিয়ে গোল করান লিও মেসি। এরপর ইনজুরি টাইমে ফ্রি কিক থেকে বিশ্বমানের গোল করেন মেসি নিজেই। পুরো ম্যাচ জুড়ে মেসির দুর্দান্ত ফুটবলের সুবাদে এই ম্যাচ জিতে সেমি ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
Amores que duelen 😂 ¡Más cuidado con el 🔟🇦🇷!
🇦🇷 Argentina 🆚 Ecuador 🇪🇨#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/Vcbj8usE4s
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 4, 2021
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার জয় দেখে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলেন দলের কিট ম্যানেজার মারিয়ো ডি’স্টেফানো। খুশিতে আত্মহারা হয়ে লিও মেসির সঙ্গে উল্লাস করতে গিয়ে মাথা দিয়ে মেসিকে গুতো মেরে বসেন মারিয়ো ডি’স্টেফানো। এই ঘটনায় তেমন কোন চোট পাননি মেসি। তবে গুঁতো খাওয়ার পর কিছুক্ষন সেই স্থানে হাত বোলাতে দেখা যায় মেসিকে।
Amores que duelen 😂 ¡Más cuidado con el 🔟🇦🇷!
🇦🇷 Argentina 🆚 Ecuador 🇪🇨#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/Vcbj8usE4s
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 4, 2021
গুঁতো খাওয়ার পারে অবশ্য মেসি হাসতে হাসতে মাঠ ছাড়েন। এই মুহুর্তের ভিডিওটি কোপা আমেরিকার সরকারি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন মেসি ভক্তরা। উল্লেখ্য, সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।
Amores que duelen 😂 ¡Más cuidado con el 🔟🇦🇷!
🇦🇷 Argentina 🆚 Ecuador 🇪🇨#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/Vcbj8usE4s
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 4, 2021