আচমকাই ফিরহাদের বাড়িতে অরিজিৎ, মেয়র-গায়কের আলাপ নিয়ে তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্ক : বাংলা জুড়ে এখন একটাই নাম, অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর নামেই এখন কাঁপছে গোটা শহর কলকাতা। গত শনিবার সন্ধ্যায় অ্যাকোয়াটিকায় তাঁর গানের অনুষ্ঠানের ভাইরাল ভিডিও ক্লিপিংস জুড়ে রয়েছে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। বারবার একই গান, একই কথা একই সুর বেজে চলেছে শ্রোতাদের কানে।

এরই মধ্যে অব্যাহতি নেই রাজনীতির। বাংলার রাজনৈতিক ব্যক্তিরা সেদিন উঠে পড়ে লেগেছেন গেরুয়া নিয়ে বিতর্ক তৈরি করায়। এরই মধ্যে, হঠাৎই রবিবার সন্ধ্যায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে হাজির অরিজিৎ সিং। ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম সোশ্যাল মিডিয়ায় নিজেই অরিজিৎ-এর সঙ্গে ছবি পোস্ট করেছেন। আর এর পর থেকেই তৈরি হয়েছে নানান জল্পনা। মেয়রের বাড়িতে যাওয়ার পিছনে বড় কোনও রাজনৈতিক কারণই দেখছে বিজেপি।

প্রিয়দর্শিনীর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন সেই মুহুর্তগুলির ছবি। সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে, একটি সোফায় বসে খোশমেজাজে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)  সঙ্গে কথা বলছেন অরিজিৎ (Arijit Singh)। সেখানে উপস্থিত রয়েছেন মেয়র-সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। শুধু তাই নয়, হাসিমুখে সকলের সঙ্গে পোজও দিয়েছেন তিনি। ছবিগুলি শেয়ার করে প্রিয়দর্শিনী হাকিম লেখেন, ‘গতরাতের লাইভ কনসার্টে অরিজিৎ সিংয়ের গান লাইভ শোনার ঘোর এখনও কাটেনি। তার মাঝেই আমাদের বাড়িতে তিনি। গানের মতো তাঁর ব্যবহারও অত্যন্ত সপ্রতিভ।’

arijit 2

প্রসঙ্গত, শনিবার অ্যাকোয়াটিকার কনসার্টে ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি গান অরিজিৎ। ফিল্ম ফেস্টিভ্যালে এই গানটি গাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি করেন অনেকেই। অরিজিৎ বলেন, ‘এই গান গাওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা হল। গেরুয়া তো সন্ন্যাসীদের রং, স্বামীজির রং। স্বামীজি যদি সাদা পরতেন তাহলেও কি এত বিতর্ক হত?’ অরিজিতের এই মন্তব্য নিয়েই চূড়ান্ত বিরোধিতা চলছে শাসক ও বিরোধী দলের মধ্যে।

এরই মধ্যে অরিজিৎ-এর হঠাৎ ও মেয়রের বাড়িতে উপস্থিত হওয়াকে সন্দেহের চোখেই দেখছে পদ্ম শিবির। মেয়রকন্যা প্রিয়দর্শিনীর পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সজল ঘোষ লেখেন, ‘গেরুয়া তো স্বামীজির রং। একথাটাই বলতে কি ববি হাকিমের বাড়িতে উপস্থিত হতে হল স্বয়ং শ্রী অরিজিৎ সিংকে? এই না হলে এগিয়ে বাংলা।’


Sudipto

সম্পর্কিত খবর