বাংলাহান্ট ডেস্ক: করোনা আবহে প্রায় দু বছর ধরে বন্ধ ছিল যাবতীয় সাংষ্কৃতিক অনুষ্ঠান, স্টেজ শো গুলি। জমায়েতে নিষেধাজ্ঞা থাকায় বন্ধ হয়ে গিয়েছিল অনুষ্টানগুলি। ভার্চুয়াল কনসার্টের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মকে বেছে নিয়েছিলেন তারকারা। তবে এখন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। প্রেক্ষাগৃহ খোলার পাশাপাশি অনুমতি মিলেছে সাংষ্কৃতিক অনুষ্ঠান করারও। আর অনুমতি মিলতেই লকডাউনের পর প্রথম স্টেজ শো টি সেরে ফেলেছেন অরিজিৎ সিং (arijit singh)।
১৯ শে নভেম্বর আবু ধাবিতে শো ছিল অরিজিতের। এঈ নিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবু ধাবিতে শো করলেন তিনি। মধ্য প্রাচ্যের সবথেকে বড় ইন্ডোর স্টেডিয়ামে হয়েছে তাঁর অনুষ্ঠান। এত বছর পর আবু ধাবিতে অরিজিতের অনুষ্ঠান, উপচে পড়েছিল শ্রোতার ঢল। রেকর্ড সংখ্যার টিকিট বিক্রি হয়েছিল এদিন।
এদিন হঠাৎ করেই সকলকে চমকে দিয়ে পাক গায়ক আতিফ আসলামের গাওয়া গান ‘পহলি নজর মে ক্যায়সা জাদু কর দিয়া’ গেয়ে উঠলেন অরিজিৎ। চমকের আরো বাকি ছিল। শ্রোতাদের উদ্দেশে তিনি বলে ওঠেন, “আচ্ছা একটা প্রশ্ন আছে, একটু বিতর্কিত প্রশ্ন, একটু বিতর্কিত প্রশ্ন কিন্তু আমি জিজ্ঞাসা করব, কারণ কাউকে পাত্তা দিই না আমি… আমি এত খবর পড়ি না। ভারতে কি এখনো পাকিস্তানি শিল্পীদের গান বন্ধ রয়েছে? এটা মাঝে ঘটেছিল, সেটা এখনো জারি রয়েছে নাকি উঠে গিয়েছে? কারণ আতিফ আসলাম আমার খুব প্রিয় শিল্পী, শফকত আমানাত আলিও।”
https://twitter.com/MEEERRRU/status/1461807949500796936?t=2z5SEZNKJNjP2hMmcMo4Sg&s=19
এদিন ভারতের পাশাপাশি পাকিস্তানি শ্রোতারাও উপস্থিত ছিলেন কনসার্টে। এমন আন্তর্জাতিক মঞ্চে জেনেশুনেই ভারত পাক বিতর্ক নিয়ে প্রশ্নটা তোলেন অরিজিৎ। শ্রোতাদের মধ্যে গুঞ্জন শুরু হলেও গায়ক স্পষ্ট জানিয়ে দেন তিনি কাউকে পাত্তা দেন না। পাকিস্তানি ভক্তদের জন্য একের পর এক নুসরত ফতেহ আলি খান, পাক ব্যান্ড জুনুন এর গান গেয়ে যান অরিজিৎ। তাঁর এই কাজে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন বহু পাক গুণমুগ্ধরা। আবার ভারতীয় শ্রোতাদের একাংশ উষ্মাও প্রকাশ করেছেন অরিজিতের প্রতি।
And immediately after, signs an NFAK song. Crowd loses it again.
For everything that goes on against Pakistan in India, man showed balls to say these things outloud.
Dil jeet liya bhai boy ne. Respect.@TheArijitSingh
— Emad Zafar (@EmadZafar) November 19, 2021
উল্লেখ্য, পুলওয়ামা হামলার পরেই ভারত পাক সম্পর্ক আরো বিগড়ে যায়। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে পাক গায়ক, অভিনেতা, অভিনেত্রীদের বলিউডে কাজের উপরে নিষেধাজ্ঞা জারি হয়। এমনকি পুলওয়ামা ঘটনার পরেও মিকা সিং পাকিস্তানে শো করতে যাওয়ায় বয়কটেরও ডাক দেওয়া হয়েছিল তাঁর বিরুদ্ধে।