‘ভয় পাচ্ছি, মনে হচ্ছে আমি আটকে রয়েছি’! কীসের নিরাপত্তাহীনতায় ভুগছেন অরিজিৎ সিং?

বাংলা হান্ট ডেস্ক : আরজিকরের (RG Kar Case) তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় গা শিউরে উঠছে গোটা দেশবাসী। মেয়ের  বিচারের দাবিতে মুখরিত চারপাশ।  সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কলকাতার রাজপথ চারিদিকে একটাই গর্জন ‘জাস্টিস ফর আরজিকর’। দেখতে দেখতে দু’সপ্তাহ হতে চলল এই নির্মম হত্যাকাণ্ডের।

 কীসের নিরাপত্তা হীনতায় ভুগছেন অরিজিৎ সিং (Arijit Singh)?

মাঝে জল গড়িয়েছে অনেক দূর! সাধারণ মানুষের সাথেই পাল্লা দিয়ে প্রতিবাদে নেমেছেন তারকারা। আর এই আন্দোলনে প্রথম থেকেই সামিল হয়েছেন বাংলার ভূমিপুত্র তথা বলিউডের নামি গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)।  আসল দোষীদের সামনে আনার হুঁশিয়ারি দিয়ে আগেই একটি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছিলেন গায়ক।

   

এখন মোটামুটি সকলেই জানেন @Atmojoarjalojo নামের এক্স হ্যান্ডেলটি অরিজিৎ সিং (Arijit Singh)-এরই। সেখান থেকেই ১৭ অগস্ট তিনি জানিয়েছিলেন, ‘৭ দিনের মধ্যে কিছু না হলে রাস্তায় নামবেন তিনি’। এরপর বৃহস্পতিবার এই এক্সহ্যান্ডেল থেকেই একটি অডিও বার্তা শেয়ার করে তিনি জানিয়েছিলেন, ‘এখন শুধু সেটআপ করছি…’।

আর শুক্রবার আরও একটি টুইট করলেন অরিজিৎ (Arijit Singh)। কিন্তু সেখানে শুধুই ভয় , আশঙ্কা আর নিরাপত্তাহীনতার কথা শোনালেন অরিজিৎ। এই পোস্টে তিনি লিখেছেন, ‘পুলিশকে ভয় পাচ্ছি, গুণ্ডাদের ভয় পাচ্ছি, প্রশাসনকে ভয় পাচ্ছি… এই ভয়টা আমার শিল্পী সত্ত্বাকে ডিস্টার্ব করছে। মিউজিক তৈরি করতে পারছি না, মনে হচ্ছে আমি আটকে রয়েছি’।

আরও পড়ুন : সাবাশ পর্ণা! ইন্দ্রকুমারের গালে কষিয়ে চড় আর কালি পড়তেই, হাততালি দিচ্ছেন দর্শক

সেইসাথে তিনি জানিয়েছেন সবাই বিচার চাইলেও বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার সাহস নেই কারও। অরিজিৎ লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না, সব সময় অবিশ্বাস করতে মন চাইছে, আমার বিশ্বাসী মনটা অবিশ্বাসে ভরে দিলো ওরা, আমার মধ্যে একটা নিরাপত্তাহীনতা কাজ করছে’। কিন্তু এদিন তিনি কেন এমন লিখেছেন তা স্পষ্ট নয়।

Arijit Singh

এছাড়া আরজিকরের ঘটনা নিয়েও একাধিক প্রশ্ন করেছেন তিনি। এদিন কোনও একজ অনুরাগী জানতে চেয়েছেন অরিজিৎ কবে রাস্তায় নামছেন? উত্তরে গায়ক বলেছেন , ‘আমি একটা রাস্তা খুঁজছি। পিচের রাস্তায় নামলে তো পলিটিক্স হবে বলে সবাই অপেক্ষায় বসে। লোক দেখিয়ে মিছিল বার করে হবেটা কী? জাস্টিস যার কাছ থেকে চাইছি সে গা ঝাড়া দিয়ে বসে আছে। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি শিক্ষক দিবসে, আমি রাস্তায় নামলে মার খাবো নয়…’।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর