চার পাঁচজন মিলে ঘিরে ধরেন, তারপর… পর্ণার সঙ্গে শয়তানি করতে গিয়ে কী হাল হল ‘বাবুউউ’র মায়ের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রতিদিন সিরিয়াল (Serial) দেখতে দেখতে গল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন দর্শকরা। কাল্পনিক চরিত্রগুলি এতটাই ঘরের মানুষ হয়ে ওঠে যে সেটা যে আসলে অভিনয় তাই ভুলে যান অনেকে। অভিনেতা অভিনেত্রীদের বাস্তবেও তেমনি ভেবে বসেন তারা। এতে মূলত সমস্যায় পড়েন অনস্ক্রিন খলনায়িকারা। দর্শকদের কে বোঝায় যে পর্দায় শয়তানি করলেও বাস্তবে মানুষগুলো আলাদা? এমনি কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukherjee)।

তাঁকে আসল নামে অনেকে না চিনলেও ‘বাবুউউ’র মা বললে প্রায় সকলেই চিনবে। জি বাংলার ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে কৃষ্ণার চরিত্রে অভিনয় করছেন অরিজিতা। দিনে অন্তত বার দশেক ‘বাবুউউ’ ‘বাবু রে’ করতে দেখা যায় তাকে। পর্ণা বউ হয়ে আসতে তার আদরের বাবু তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এটাই অভিযোগ কৃষ্ণার।

nim fuler modhu 2

সারাদিন ধরেই বউমাকে কীভাবে টাইট দেওয়া যায় সেই ফন্দি আঁটছে শাশুড়ি কৃষ্ণা। দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কিন্তু সেই সঙ্গে ট্রোলও কম হচ্ছেন না অরিজিতা। তাঁর ‘বাবুউউ’ ডাক নিয়ে রীতিমতো তিতিবিরক্ত দর্শকদের একাংশ। এর ফল বাস্তব জীবনেও পাচ্ছেন অভিনেত্রী।

সংবাদ মাধ্যমকে অরিজিতা জানান, সিরিয়ালে তাঁর ছোট দেওরের চরিত্রে যে অভিনেতা রয়েছেন তাঁর কাছে নাকি এক মহিলা অভিনেত্রীর ফোন নম্বর চেয়েছিলেন। বলেছিলেন তাঁর বাড়িতে চড়াও হয়ে ঝামেলা করবেন। ভয় পেয়ে নাকি অভিনেতা সতর্কও করেছিলেন অরিজিতাকে। সেবার অবশ্য কিছু হয়নি।

কিন্তু এরপর একদিন হাইল্যান্ড পার্কে সবার সামনেই লজ্জায় পড়তে হয় অরিজিতাকে। অভিনেত্রী জানান, এক মহিলা তাঁকে চিনতে পেরে এসে জিজ্ঞাসা করেন, তিনি কি সিরিয়াল করেন? অরিজিতা উত্তর দেন, তিনি অভিনয় করেন। কিন্তু তাঁর কথায় পাত্তা না দিয়ে ওই মহিলা তাঁকে নির্দেশ দেন দাঁড়িয়ে থাকতে।

এরপরেই হঠাৎ চার পাঁচজনকে নিয়ে এসে তাঁকে ঘিরে দাঁড়িয়ে পড়েন। সকলে মিলে ছবি তুলেই আবার চলে যান। তারা বাংলাদেশ থেকে এসেছিলেন বলে জানিয়েছিলেন অরিজিতাকে। খলনায়িকা হওয়ার জ্বালা কম না!

X