প্রথম স্ত্রীকে ঠকিয়ে শ্রীদেবীর সঙ্গে প্রেম, বাবা বনি কাপুরকে নিয়ে মুখ খোলেন অর্জুন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টিনসেল টাউনে সম্পর্ক ভাঙাগড়ার খেলা চলতেই থাকে। একাধিক বিয়ে ভেঙেছে এমন তারকা অনেকেই আছে। বাবা মায়ের বিচ্ছেদে মূলত সন্তানদের জীবন প্রভাবিত হয়। প্রযোজক বনি কাপু্র (boney kapoor) শ্রীদেবীর (sridevi) প্রেমে পড়ায় এমন ভাবেই জীবনটা ওলটপালট হয়ে গিয়েছিল অর্জুন কাপুরের (arjun kapoor)। মা মোনা কাপুরকে ঠকিয়ে শ্রীদেবীকে বিয়ে করায় বাবার উপরে ক্ষুব্ধ হয়েছিলেন অর্জুন।

একাধিক বার বনি শ্রীদেবীর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। গত বছর এক সাক্ষাৎকারে অর্জুন জানান, তাঁর নিজের সম্পর্কের উত্থান পতনের দৌলতে বাবা ও শ্রীদেবীর সম্পর্কটাও তিনি এখন বুঝতে পারেন। এই অভিজ্ঞতাটা তাঁকে বুঝতে শিখিয়েছিল যে মানুষ এক সময় একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসে এবং অন‍্য কারোর প্রেমে পড়ে।


অর্জুন জানান, তাঁর মাকে ছেড়ে শ্রীদেবীর প্রেমে পড়ার জন‍্য বাবা বনিকে তিনি কখনোই ক্ষমা করতে পারবেন না। কিন্তু তাঁর পরিস্থিতিটা তিনি বুঝতে পারেন। তিনি যখন ছোট ছিলেন তখন তাঁর বাবা শ্রীদেবীর প্রেমে পড়েন। এতে সেই বয়সে চরম মশকরার পাত্র হতে হয়েছিল‌ অর্জুনকে। কিন্তু এখন যখন তিনি পরিণত বয়সে পৌঁছেছেন তখন তিনি নিজের বাবার দিকটা বুঝতে পারেন।

তবে শ্রীদেবীর প্রয়াণের পর শোকের সময়ে বনি ও দুই সৎ বোন জাহ্নবী ও খুশির পাশে দাঁড়িয়েছিলেন অর্জুন। তিনি জানান, তাঁর মা জীবিত থাকলেও বাবার পাশে দাঁড়াতে বলতেন। সে যতই মনোমালিন‍্য থাকুক না কেন। আবারো ভালবাসার জন‍্য তিনি তাঁর বাবাকে শ্রদ্ধা করেন। কারণ অর্জুনের মতে, ভালবাসা খুব জটিল।

প্রসঙ্গত, শ্রীদেবীর আগে মোনা কাপুরের সঙ্গে বিয়ে হয় বনির। দুই সন্তান হয় তাঁদের, অর্জুন কাপুর ও অংশুলা কাপুর। কিন্তু শ্রীদেবীকে দেখার পরেই দীর্ঘ ১৩ বছরের বিবাহিত সম্পর্কে ইতি টানেন বনি। নতুন করে অভিনেত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একে একে জন্ম হয় জাহ্নবী ও খুশি কাপুরের।

এদিকে বনির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই স্বাস্থ‍্যের অবনতি হতে শুরু করে মোনার। তিনি ক‍্যান্সারে আক্রান্ত ছিলেন। তার উপর বিবাহ বিচ্ছেদের ধাক্কা সইতে পারেননি। অর্জুন কাপুরের প্রথম ছবি মুক্তির তখন বাকি মাত্র দু মাস বাকি। সেই সময়েই মারা যান মোনা। অর্জুনের ডেবিউ ছবি দেখা আর হয়নি তাঁর।

X