বাংলাহান্ট ডেস্ক: অর্জুন কাপুর (arjun kapoor) ও জাহ্নবী কাপুর (janhvi kapoor), প্রযোজক বনি কাপুরের দু পক্ষের এই দুই সন্তান সম্পর্কে একে অপরের সৎ দাদা ও বোন। অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর বড় দাদা অর্জুনকে দেখা গিয়েছিল ছোট দুই বোন জাহ্নবী ও খুশিকে সামলাতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ইশকজাদে’ অভিনেতা স্বীকার করেছিলেন শ্রীদেবীর অকালমৃত্যুর ঘটনাই তাঁদের কাছাকাছি এনে দিয়েছিল। তার আগে বনির দুই পক্ষের পরিবারের মধ্যে সম্পর্কটা কিছুটা অদ্ভূত ছিল।
এবার অর্জুন স্বীকার করলেন সৎ বোন জাহ্নবীর মুখে ‘দাদা’ ডাক শুনলে তাঁর অস্বস্তি হয়। অর্জুনের নিজের এক বোন রয়েছে, অংশুলা। বনির প্রথম পক্ষের স্ত্রী মোনা কাপুরের সন্তান তিনি। অংশুলা যখন তাঁকে দাদা বলে ডাকেন সে অনুভুতি অন্য। কিন্তু যখন জাহ্নবী ‘অর্জুন ভাইয়া’ বলে ডাকেন তখন একটু অস্বস্তিই হয় তাঁর। কারণ বিষয়টা তাঁর কাছে একেবারেই নতুন। অভিনেতা বলেন, জাহ্নবী ও খুশিকে তিনি কখনোই শেখাননি তাঁকে দাদা বলে ডাকতে। তাঁরা নিজেরাই সেটা শিখে নিয়েছে।
শ্রীদেবীর আগে মোনা কাপুরের সঙ্গে বিয়ে হয় বনির। দুই সন্তান হয় তাঁদের, অর্জুন কাপুর ও অংশুলা কাপুর। কিন্তু শ্রীদেবীকে দেখার পরেই দীর্ঘ ১৩ বছরের বিবাহিত সম্পর্কে ইতি টানেন বনি। নতুন করে অভিনেত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একে একে জন্ম হয় জাহ্নবী ও খুশি কাপুরের।
মোনাকে ছেড়ে যখন বনি শ্রীদেবীর কাছে চলে যান তখন তাঁর বড় ছেলে অর্জুন পড়েন স্কুলে। মেয়ে অংশুলা আরো ছোট। বনির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে মোনার। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার উপর বিবাহ বিচ্ছেদের ধাক্কা সইতে পারেননি। অর্জুন কাপুরের প্রথম ছবি মুক্তির তখন বাকি মাত্র দু মাস বাকি। সেই সময়েই মারা যান মোনা। অর্জুনের ডেবিউ ছবি দেখা আর হয়নি তাঁর।
এই বিষয়ে এক সাক্ষাৎকারে বলতে গিয়ে অর্জুন রীতিমতো কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, বাবা শ্রীদেবীর সঙ্গে চলে যাওয়ায় তাঁকে নিয়ে সবাই হাসাহাসি করত। স্কুলে, পাড়ায় সর্বত্রই হাসির খোরাক হতে হতো তাঁকে। বাবা বনি, সৎ মা শ্রীদেবী ও দুই বোনের সঙ্গে সম্পর্ক তখন থেকেই খারাপ ছিল। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর ঘটনা তাঁদের আবারো জুড়ে দেয়।