তিনি একা নন, দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন দেবও! ভেতরকার তথ্য ‘ফাঁস’ করলেন অর্জুন সিং

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই সুর চড়িয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তৃণমূল টিকিট দেবে না জানলে দলে ফিরবেন না বলেও মন্তব্য করেন তিনি। এবার রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) ভোট দেওয়া নিয়েও বিরাট তথ্য ‘ফাঁস’ করলেন এই নেতা।

রাষ্ট্রপতি নির্বাচনে শুরু থেকেই তৃণমূল (TMC) জানিয়েছিল, দ্রৌপদী মুর্মুকে তাঁরা সমর্থন করছে না। শেষ অবধি এই সিদ্ধান্তেই অনড় ছিল বাংলার শাসক দল। তবে ভোটের ফলাফল প্রকাশের পর পাল্টে যায় সমীকরণ। দেখা যায়, পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে মোট ৭১টি ভোট পড়েছে। এই সংখ্যার কারণেই বাড়তে থাকে জটিলতা। তাহলে কি বিজেপি বিধায়কদের বাইরেও কেউ দ্রৌপদী মুর্মুকে ভোট (Vote) দিয়েছেন? দেখা দেয় এই প্রশ্ন।

এবার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে সেই তথ্য ‘ফাঁস’ করলেন ব্যারাকপুরের বিধায়ক। জানালেন, রাষ্ট্রপতি নির্বাচনের সময় তিনি ভোট দিয়েছিলেন দ্রৌপদী মুর্মুকে। তবে তিনি একা নন, ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের (Dev) নামও সেই তালিকায় রয়েছে বলে দাবি করেন অর্জুন সিং।

আরও পড়ুনঃ শাহজাহান মামলায় এবার ‘সেই’ ব্যক্তিকে তলব করল CBI, আজই সব ফাঁস? শোরগোল রাজ্যে

চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) অর্জুন সিংকে টিকিট দেয়নি তৃণমূল (Trinamool Congress)। ব্যারাকপুর কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে পার্থ ভৌমিককে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত আক্ষেপ করেন তিনি। এরপরেই ‘ফাঁস’ করেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির কথা। স্বীকার করে নেন, দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন তিনি। পাশাপাশি ঘাটালের সাংসদ দেবও তাঁকে ভোট দিয়েছিলেন বলে দাবি করেন। এই বিষয়ে এখনও অবধি দেবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অর্জুন সিংয়ের কথায়, ‘তৃণমূলে ফিরেছিলাম ঠিকই। তবে দলের তরফে কোনও হুইপ ছিল না। উনি আদিবাসী পরিবার থেকে এসেছিলেন। সেই জন্য ওঁনাকে উপযুক্ত মনে হয়েছিল। তাই ভোট দিয়েছিলাম। একথা সবাই জানে’। এদিকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, অর্জুন সিংকে তৃণমূল কোনোদিনই বিশ্বাস করে না। ভয়ে ঘাসফুল শিবিরে গিয়েছিলেন। তবে ব্যারাকপুরে কখনও বিজেপি নেতাদের উত্যক্ত কিংবা আক্রমণ করেননি তিনি।

arjun singh dev

এখানেই না থেমে শুভেন্দু বলেন, ‘দ্রৌপদী মুর্মু… পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ৩৪জন সাংসদ ভোট দিয়েছিলেন। একজনও বিজেপির সাংসদ ছিলেন না। বিজেপির সাংসদরা দিল্লিতে ভোট দিয়েছিলেন। তবে এখানে ২টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন। এর মধ্যে একটা অর্জুন সিংয়ের ভোট ছিল’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর