শেষ ম্যাচে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন সচিনপুত্র অর্জুন, ইঙ্গিত খোদ রোহিত শর্মার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার মুম্বাই ইন্ডিয়ান্স দলে থাকলেও আজ পর্যন্ত আইপিএলে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি। মাঝে মুম্বাইয়ের ফর্ম যখন এই বছর চূড়ান্ত খারাপ যাচ্ছিল তখন তাকে দলে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছিল। নেটে তার দুরন্ত বোলিং দেখে এই দাবি তুলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স ভক্তরা। কিন্তু মরশুমের ১৩টি ম্যাচ খেলার পরও অভিষেকের সুযোগ পাননি এই তরুণ অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্স অনেক আগেই টুর্নামেন্টের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছেন। এখন মনে করা হচ্ছে যে বাকি একটি ম্যাচে ২১শে মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্জুনের আইপিএলে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোহিত শর্মা স্বয়ং এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, “এর পরে আমাদের আরও একটি ম্যাচ আছে এবং আমরা সেই ম্যাচে আরও সুযোগ দেওয়ার চেষ্টা করতে পারি।” এমন পরিস্থিতিতে অধিনায়ক রোহিত অর্জুন টেন্ডুলকারের দিকে আঙুল তুলেছিলেন কিনা তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। গত মরশুমে দলে অন্তর্ভুক্ত হওয়া অর্জুন বল ছাড়াও লোয়ার অর্ডারে ব্যাটিং করতেও সিদ্ধহস্ত।

sachin arjun

মুম্বাইয়ের ফর্ম চূড়ান্ত খারাপ থাকায় এখন ক্রিকেট অনুরাগীরা শেষ ম্যাচে বুমরার সঙ্গী হিসেবে অর্জুনকে অন্তর্ভুক্ত করার দাবিতে চূড়ান্ত আবেদন করছে। অর্জুন, যিনি গত কয়েক বছর ধরে নেট বোলার হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডের অংশ ছিলেন, আইপিএল ২০২১-এর পাঁচবারের চ্যাম্পিয়নরা নিলামে তাকে ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিল৷ কিন্তু গত সংস্করণে তার মাঠে নামা হয়ে ওঠেনি। এই বছরের মেগা নিলামে ৩০ লক্ষ টাকা দিয়ে তাকে দলে নেওয়া হয়েছিল।

গত ম্যাচেও জয় না পাওয়ায়, মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে অর্জুনের অনভিজ্ঞ কাউকে পরীক্ষা করে দেখার এটি একটি ভালো সুযোগ হতে পারে। যশপ্রীত বুমরা ছাড়া, মুম্বাইয়ের অন্য কোনো বোলারই এ বছর প্রভাব ফেলতে পারেননি। পরের দিকে রিলে মেরেডিথ ও ড্যানিয়েল স্যামস আসায় পরিস্থিতি কিছুটা ভালো হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি টুর্নামেন্টে শেষ ম্যাচটি জিতেই মরশুম শেষ করতে চাইবে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর