মিঠাই ছাড়তেই সৌভাগ‍্যের প্রবেশ, নতুন বিলাসবহুল গাড়ি কিনলেন ‘ধারা’ অর্কজা

   

বাংলাহান্ট ডেস্ক: অনেকের জীবন বদলে দিয়েছে ‘মিঠাই’ (Mithai)। শো জনপ্রিয় হওয়ায় খ‍্যাতির শীর্ষে উঠেছেন অভিনেতা অভিনেত্রীরাও। সাফল‍্যের মুখ দেখেছিলেন অভিনেত্রী অর্কজা আচার্যও (Arkoja Acharyya)। মডেলিং দুনিয়ায় বেশ পরিচিত নাম হলেও অভিনয়ে পা রেখে তেমন সুবিধা করতে পারেননি তিনি। প্রথম সিরিয়াল ‘ওগো নিরুপমা’ বন্ধ হয়ে যাওয়ার পর মিঠাই তাঁকে খ‍্যাতি এনে দিয়েছিল।

কিন্তু সেই সিরিয়ালও ছেড়ে দিলেন অর্কজা। অন‍্য চ‍্যানেলে অন‍্য সিরিয়ালে মুখ‍্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। তারপরেই আরো একটি সুখবর দিলেন অর্কজা। বাড়িতে নতুন সদস‍্য এল তাঁর। সোশ‍্যাল মিডিয়ায় হাসিমুখে শেয়ার করলেন সেই ছবি।

IMG 20220704 173921
এক ঝাঁ চকচকে নতুন গাড়ি কিনেছেন অর্কজা। নতুন সদস‍্যের নামও দিয়েছেন তিনি, সুজান। মা, বাবা আর নতুন গাড়ির সঙ্গে পোজ দিয়ে সুজানকে বাড়িতে স্বাগত জানিয়েছেন অর্কজা। অভিনেত্রীর সাফল‍্যে শুভকামনা পাঠিয়েছেন অনুরাগীরা।

আইপিএস অফিসার বসুন্ধরা ওরফে ধারার চরিত্রে মিঠাই তে পা রেখেছিলেন অর্কজা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্ব হারায় চরিত্রটি। তাই মিঠাই ছেড়ে দেন অর্কজাও। ইতিমধ‍্যেই নতুন সিরিয়ালে সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। আবারো মুখ‍্য চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে নতুন সিরিয়াল ‘শ্রেয়সী’ সম্প্রচারিত হবে আকাশ আট চ‍্যানেলে।

https://www.instagram.com/p/Cfehy6KhT3x/?igshid=YmMyMTA2M2Y=

কেরিয়ারের শুরুতেই তথাকথিত প্রথম সারির চ‍্যানেলে অভিনয়। আর এখন আকাশ আট চ‍্যানেলের সিরিয়ালে অভিনয়। বদলটা কতটা প্রভাব ফেলবে অর্কজার কেরিয়ারে? অভিনেত্রী বলেন, চ‍্যানেল কোন সারির সেটা ঠিক করে দর্শকই। তিনি মনে করেন, ভাল কাজ করাটাই জরুরি। তাহলে আর চ‍্যানেল নিয়ে মাথা ঘামাতে হয় না।

জি এর সঙ্গে মনোমালিন‍্যের জেরেই নাকি সিরিয়াল থেকে সরে গিয়েছেন। এমন গুঞ্জন কানে এসেছেন অর্কজারও। তবে তাঁর মতে, এই পেশায় থাকলে বিতর্ক সঙ্গী হবেই। তাঁকে নিয়ে অনেক গুজব রটেছে। কিন্তু সত‍্যি এটাই যে তিনি জি বাংলার কাছে চিরকৃতজ্ঞ থাকবেন। আর সুযোগ পেলে আবারো কাজ করবেন সেখানে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর