পাকিস্তানের ফের লাগু হবে সৈন্য শাসন! রিপোর্ট প্রকাশ্যে আসতেই তুমুলে শোরগোল

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তান (Pakistan) নিয়ে সামনে এল বিস্ফোরক তথ্য। আগামী ৬ মাসের মধ্যে সামরিক শাসন জারি হতে পারে সে দেশে। পাকিস্তানের একটি জনপ্রিয় দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। আর যার পর থেকে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক শোরগোল।

আগামী ৬ মাসের মধ্যে সামরিক শাসন জারি হতে পারে পাকিস্তানে । এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন বিচারপতি তথা লেখক কাটজু। পাকিস্তানের সাপ্তাহিক পত্রিকা দ্য ফ্রাইডে টাইমস- এ একটি প্রতিবেদনে তাঁর আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। কাটজুর দাবি, ‘ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ২০১৮ সালের নির্বাচনে ঐক্য, স্বচ্ছতা কথা বলে ক্ষমতায় এসেছিলেন । কিন্তু অর্থনৈতিক অস্থিতিশীলতার কারনে ২০২২ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। ফলে তাঁকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়।

ক্ষমতায় আসে শাহবাজ সরকার। কিন্তু শাহবাজ শরীফ আসার পরও অবস্থা বদলায়নি। সবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। মানুষ এখনও ভোগ্যপণ্যের উচ্চ মূল্যের সম্মুখীন হচ্ছে। এর উপর পাকিস্থানের কয়েকটি প্রদেশে মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই বন্যার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই সংকটের মুহুর্তে ক্ষুব্ধ সাধারণ মানুষও।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভিক্ষার ঝুলি নিয়ে সাহায্যের জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে বর্তমান মহাজোট সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করছে ইমরান খানের দল। কার্যত বিশৃঙ্খল পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে পাকিস্থান। এই পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানের সেনা ক্ষমতা ছিনিয়ে নিতে পারে । আর সেটা ৬ থেকে এক বছরের মধ্যেই হবে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর