ছট পুজোয় বিধি ভঙ্গের অপরাধে শহরের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার 131, রবীন্দ্র সরোবর নিয়ে রাজ্যকে রিপোর্ট লালবাজারের

বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই রবীন্দ্র সরোবরে ছট পুজোকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্যে, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সরোবরের সামনে বিক্ষোভ দেখিয়ে তালা ভেঙে রমরমিয়ে চলেছে ছট পুজো আর তার জেরেই রাজ্য সরকারকে রিপোর্ট দেবে লালবাজার৷ পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় ছট পুজোর বিধি নিষেধকে লঙ্ঘন করার অপরাধে 131 জনকে গ্রেফতার করেছে পুলিশ৷Kolkata chhath 1200

পুলিশ সূত্রে খবর শনি ও রবিবার শহর জুড়ে ছট পুজো পালনের নামে নিয়ম ভঙ্গ করে জোরে মাইক বাজানো এবং ডিজে বাজানো হয়, যার জেরে এখনও অবধি 85 এই মামলা দায়ের করা হয়েছে৷ বিধি লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করা হয়েছে86 জনকে এবং রবীন্দ্র সরোবরে বিক্ষোভ দেখিয়ে জোর করে ছট পুজো করার ঘটনায় গ্রেফতার হয়েছে 15 জন এ ছাড়াও বিধি নিষেধ লঙ্ঘন করে শব্দবাজি ফাটানোর অভিযোগে 45 জনকে গ্রেফতার করা হয়েছে৷

এমনিতেই সুপ্রিম কোর্টের তরফে দূষণ নিয়ম চলে শব্দবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তাই প্রশাসনের তরফ থেকে এ বছর ছট পুজো এবং কালীপুজোতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে৷ অন্যদিকে জল দূষণ এড়াতে যেভাবে রবীন্দ্র সরোবরে ছট পুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা সত্ত্বেও ছট পুজো করায় রবীন্দ্র সরোবরের পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে কয়েক মাস সময় লাগবে৷

তবে এরই মধ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠানো হয়েছে৷ এবং তা শীঘ্রই আদালতে জমা দেওয়া হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে৷

সম্পর্কিত খবর