বাংলাহান্ট ডেস্ক: গ্রেফতার করা হোক স্বরা ভাস্করকে (swara bhaskar)। এমনই দাবিতে সোচ্চার হল নেটদুনিয়া। দিল্লির জামিয়া মিলিয়ার (jamia milia) অন্তঃসত্ত্বা ছাত্রীকে মুক্তির দাবি ও বিজেপি (bjp) সাংসদ সাধ্বী প্রজ্ঞাকে (sadhvi pragya thakur) কটাক্ষ করায় স্বরাকে গ্রেফতারের দাবি উঠল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি দিল্লির জামিয়া মিলিয়ার ছাত্রী সফুরা জরগারকে মুক্তি দেওয়ার সপক্ষে একটি টুইট করেন স্বরা। রাস্তা অবরোধের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অন্তঃসত্ত্বা সফুরাকে। স্বরা টুইটে লেখেন, ‘একজন অন্তঃসত্ত্বা মহিলাকে জেলে বন্দি করে রাখা হয়েছে রাস্তা অবরোধ করার জন্য। আমরা কেমন হয়ে গেছি??’
শুধু এই টুইটটিই নয়, এরপর মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে কটাক্ষ করে আরেকটি টুইটে অভিনেত্রী লেখেন, ‘আতঙ্কবাদ ছড়ানোর অপরাধেও জামিন পাওয়া যায়। নয়া ভারতে রাস্তা অবরোধ করা আতঙ্কবাদের থেকেও বড় অপরাধ’। এরপরেই স্বরার বিরুদ্ধে ফুঁসে ওঠে নেটিজেনের একাংশ।
স্বরার গ্রেফতারির দাবিতে ট্রেন্ডিং হতে থাকে #ArrestSwaraBhasker। অনেকে অভিনেত্রীর পুরনো ভিডিও খুঁজে বের করেও অভিযোগ করে, দিল্লির দাঙ্গায় প্রচ্ছন্ন মদত ছিল স্বরার। সফুরা জরগারের মতো তাঁকেও গ্রেফতার করা হোক।
BUT A PREGNANT WOMAN IS IN JAIL FOR BLOCKING A ROAD!!!!! What have we become??? #safoorazargar https://t.co/vGqQfhqpVU
— Swara Bhasker (@ReallySwara) June 5, 2020
https://twitter.com/ReallySwara/status/1268954561869312000?s=19
https://twitter.com/ReallySwara/status/1269214080302116864?s=19
Anti Hindus Delhi riots started from here, @ReallySwara should be arrested too for inciting larger gatherings. @DelhiPolice@kavita_tewari @seriousfunnyguy @AshokGoelBJP @M_Lekhi #ArrestSwaraBhaskarpic.twitter.com/qgu56T3gyO
— JAY MERCHANT (@CtBaroda) June 6, 2020
https://twitter.com/Sharmis00184387/status/1269060387422392322?s=19
হ্যাশট্যাগটি টুইটারে পয়লা নম্বরে ট্রেন্ড করায় মুখ খোলেন স্বরা। ফের একটি টুইটে তিনি লেখেন, এই কারনেই বেশিরভাগ তারকারা হাতির মৃত্যু ছাড়া অন্য প্রসঙ্গে কথা বলতে ভয় পান। তবে অভিনেত্রীর সমর্থনে কয়েকজন তারকাও এগিয়ে এসেছেন।