বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের (Team India) সিরিজের প্রথম ম্যাচ জেতার পর কাল দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৬ রানের ব্যবধানে হার স্বীকার করতে বাধ্য হয়েছে। পুনের (Pune) পিচে যেখানে বরাবর প্রথমে ব্যাটিং করা দল ম্যাচ জিতে থাকে সেই পিছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) টসে জিতেও ভারতীয় দলকে প্রথমে বোলিং করানোর সিদ্ধান্ত নেন। গত ম্যাচেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে ভারতীয় তরুণ ব্রিগেডকে তিনি আরও বেশি করে কঠিন পরিস্থিতির মুখোমুখি ফেলতে চান যাতে তারা বড় টুর্নামেন্টগুলিতে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে ওঠে।
কাল ভারতীয় দলের হারের মূল কারণ বিশ্লেষণ করতে বসলে উঠে আসবে পেসারদের ব্যর্থতার কথা। অধিনায়ক হার্দিক পান্ডিয়া বাদে কাল দলের বাকি তিন পেসারের বিরুদ্ধেই শ্রীলঙ্কান ব্যাটাররা অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করেছেন। কাল তিন পেসারের ১০ ওভারে উঠেছে ১৩৮ রান। অর্শদীপ (Arshdeep Singh) দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকায় কাল অবিশ্বাস্য রকমের ফ্লপ। কাল মোট ৫টি নো-বল করে এবং ২ ওভারে ৩৭ রান বিলিয়ে চূড়ান্ত সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। মাভি (Shivam Mavi) অভিষেক ম্যাচে ৪ উইকেট নিলেও কাল ছিলেন একেবারেই নিষ্ক্রিয়।
এমন অবস্থায় অর্শদীপের পাশে দাঁড়িয়েছেন তার ছোটবেলার কোচ যশবন্ত রাই। তিনি এখনো নিজের ছাত্রকে নিয়ে আশাবাদী। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “আমরা সবাই দেখেছি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ ফেলার পর ওর সমালোচনা হয়েছিল এবং তারপর ও কিভাবে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিল। ও ভয়ডরহীন ক্রিকেট খেলে এবং ওর মানসিকতাটাই সেরকম। ও খুব শীঘ্রই নিজের সেরা ছন্দে ফিরবে।
ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। কাল ম্যাচ এরপর তাকে সাংবাদিক সম্মেলনে পেসারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “ওরা এখনো অত্যন্ত অনভিজ্ঞ। তাই কিছু ম্যাচে এমনটা হবেই। আমাদের ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে ভরসা দেওয়া উচিত।” এই সিরিজের শেষ ম্যাচটি খেলা হবে আগামীকাল রাজকোটের মাটিতে। রাহুল দ্রাবিড়ের ভরসার মান অর্শদীপ রাখতে পারবেন কিনা সেটা বোঝা যাবে কালকেই।
যদিও দ্রাবিড় অল্পের ওপর ছাড় দিলেও সহজ কথার রাস্তায় হাঁটেননি হার্দিক। বিশেষ করে অর্শদীপের ওপর ক্ষুব্ধ হয়েছেন তিনি। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে হার্দিক ব্যাটিং ও বোলিং ব্যার্থতার কথা তুলে ধরেতে গিয়ে বলেছেন, ”আমরা পাওয়ার প্লে-তে খুব খারাপ বোলিং এবং ব্যাটিং করেছি। এতে আমি খুবই হতাশ। এই ম্যাচে আমরা ভুল করেছি যা এই পর্যায়ের ক্রিকেটে করা উচিত নয়। কিন্তু আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিতে পারি। তবে একটি খারাপ দিন যেতে পারে মাঝেমধ্যে। কাল অর্শদীপের জন্য পরিস্থিতি মোটেও সহজ ছিল না। আমি কাউকে দোষ দিচ্ছি না, তবে যে কোনও ফরম্যাটে এতগুলি নো বল করা অপরাধের সামিল।”