সিদ্ধার্থ শেহনাজের মাঝে আসতে চাইনি, কিন্তু এখন আফশোস হয়: আরতী সিং

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সিদ্ধার্থ শুক্লা (siddharth shukla) ও শেহনাজ গিলের (shehnaz gill) প্রেম সর্বজনবিদিত। বিগ বসের ঘরে শুরু হয় সেই সম্পর্ক আর ২ রা সেপ্টেম্বর সিদ্ধার্থের অকালমৃত‍্যুর মধ‍্যে দিয়ে অপূর্ণই থেকে যায় দুজনের প্রেম। কিন্তু সিডনাজের মাঝে আরো এক মহিলা ছিলেন যিনি চেয়েও মনের কথা বলতে পারেননি। তিনি গোবিন্দার ভাগ্নী আরতী সিং (arti singh)। এখন তাঁর আফশোস হয় কেন সে সময় সিডকে বলেননি মনের কথা।

বিগ বস ১৩ তে সিদ্ধার্থের সঙ্গেই ঢুকেছিলেন আরতী। দুজনের মধ‍্যে খুব ভাল বন্ধুত্ব ছিল। কিন্তু সে সময় অনেকেই বলেছিলেন আরতী সিদ্ধার্থ আর শেহনাজের মধ‍্যে চলে আসছেন। নিজেকে তৃতীয় ব‍্যক্তি হিসেবে দেখতে চাননি, তাই নিজেকে সিদ্ধার্থের থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন বলে জানান আরতী।


এক সাক্ষাৎকারে তিনি জানান, সিদ্ধার্থ ফোন করলেও তিনি ধরেননি। শেষবার তাঁদের কথা হয়েছিল ২০১৯ সালে। তারপর একাধিক বার যোগাযোগের ইচ্ছা হলেও তাঁদের মধ‍্যে সম্পর্কের ব‍্যাপারে নানান গুজবের কথা শুনেই আর এগোননি আরতী। কিন্তু এখন তাঁর আফশোস হয় কেন সে সময় নিজের মনের কথা শোনেননি। কেন নিজেদের বন্ধুত্বটাকে আরেকবার সুযোগ দেননি।

প্রসঙ্গত, শোনা যাচ্ছে আগামী মাসেই বাগদান হওয়ার কথা ছিল দুজনের। যার সঙ্গে সারা জীবন কাটাবেন ভেবেছিলেন তাকেই চোখের সামনে দাহ হতে দেখে কান্নায় লুটিয়ে পড়েছিলেন শেহনাজ। সদ‍্য সামলে উঠতে শুরু করেছেন তিনি। প্রয়াত সিদ্ধার্থের মা রীতা শুক্লার কথায় কাজে যোগ দেওয়ার জন‍্যও তৈরি হচ্ছেন। খুব শীঘ্রই শেহনাজ কাজে ফিরবেন বলে শোনা যাচ্ছে।


‘হঁসলা রাখ’ নামে পঞ্জাবি ছবিতে শেহনাজের বিপরীতে রয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। গত ১৫ সেপ্টেম্বর একটি প্রচার মূলক গানের শুট করার কথা ছিল শেহনাজের। কিন্তু তাঁর তখন বাড়ি থেকে বেরোনোর মতো মানসিক অবস্থাই ছিল না। তাই শুটের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার শোনা যাচ্ছে, চলতি মাসের শেষ থেকেই শুট শুরু হতে চলেছে ছবির। আসলে প্রথম থেকেই এই ছবির গুরুত্বপূর্ণ অংশ শেহনাজ। তাই তাঁকে বাদ দিয়ে শুটিং সম্ভব নয়।

X