কোচিং কেরিয়ারে সংশয়ের মুখে দাঁড়িয়ে অরুণ লাল, পাশে দাঁড়ালো সিএবি।

বাংলাহান্ট ডেস্কঃ বিসিসিআইয়ের নয় নির্দেশিকায় কোচিং ভাগ্য সংশয়ের মুখে বাংলার কোচ অরুন লালের। তবে বাংলার ক্রিকেট সংস্থা আপাতত কোচ অরুন লালের পাশেই দাঁড়াচ্ছে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড করোনা পরবর্তী সময়ে কিভাবে দ্রুত ঘরোয়া লীগ চালু করা যায় সেই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বোর্ড পরিকল্পনা নিয়েছে যে, যেসমস্ত ব্যাক্তিরা ষাট বছর বয়স অতিক্রম করে ফেলেছেন এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বাইরে রেখেই আপাতত ঘরোয়া লীগ শুরু করতে চলেছে বোর্ড। আর বোর্ডের এই নির্দেশিকা অনুযায়ী অরুণ লালের কোচিং ভবিষ্যত অনিশ্চিয়তার মুখে দাঁড়িয়ে।

23021174990d92f2f42774947eac981b0ea1b4ba2d5dfb6f8ad838d75570c42b27166e4e6

এই বছর কোচ অরুণ লালের হাত ধরেই রঞ্জি রানার্সআপ হয়েছে বেঙ্গল। বোর্ডের নয়া নির্দেশিকা প্রকাশ্যেই পরই দ্রুত বৈঠকে বসেন সিএবি কর্তারা। সেই বৈঠকে ঠিক হয়েছে এখনই বাংলা তাদের কোনো কোচিং স্টাফ পরিবর্তন করবে না। করোনা পরিবর্তি সময়ে বিসিসিআই ফের নয়া নির্দেশিকা জারি করতে পারে। আর এই সমস্ত দিক বিচার বিবেচনা করেই আপাতত কোচিং স্টাফ অপরিবর্তিত রাখছে বাংলা।


Udayan Biswas

সম্পর্কিত খবর