বাংলা হান্ট ডেস্ক : অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সমস্যা যেন শেষ হওয়ার নয়। দুর্নীতি করে হাজতবাস করছেন তিনি। জামিন পাওয়ার এক সম্ভাবনা তৈরী হয়েছিল বটে, কিন্তু না সেই সুখভোগ করতে হলনা তাকে। তার আগে আরো একবার অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতে থাকার মেয়াদ বেড়ে গেল। আগামী আরো ১৪ দিন তিহাড় জেলে থাকতে হবে তাকে! মঙ্গলবারই আম আদমি পার্টির (Aam Aadmi Party) সুপ্রিম লিডারকে এই দুঃসংবাদ শুনিয়েছে দিল্লির আদালত।
তবে সঙ্গ পাচ্ছেন কেজরিওয়াল। দুর্নীতি কাণ্ডের মাথা এক নন, তার সাথে জেলে থাকবেন কে কবিতা। তাকেও ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। তাই লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী ৭ মে অবধি জেলে থাকতে চলেছেন দুজনে। গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে হাজতবাস করছেন কেজরিওয়াল।
অবশ্য কেজরিওয়াল প্রথমেই তিহাড়ে আসেননি, তিনি প্রথমে ইডি (ED) হেফাজতে ছিলেন। তারপর এসেছেন তিহাড়ে। এরপর তাকে গ্রেফতারির বিরোধিতা করে কেজরিওয়াল আবেদন করেন সুপ্রিম কোর্টে। কিন্তু না, সেখানেও স্বস্তি পাননি তিনি। আগামী ২৯ এপ্রিল অথবা তারপর শীর্ষ আদালতের তরফে শুনানি হবে বিষয়টি নিয়ে। শুনানির আগে ২৪ এপ্রিল নাগাদ বিষয়টি সম্পর্কে নিজেদের বক্তব্য জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন : ভারতে বুলেট ট্রেনের চাকা গড়াতে আর কতদিন? রাখঢাক না করে জানিয়ে দিলেন রেলমন্ত্রী
এদিকে সুপ্রিম কোর্ট তাদের রায়ে জানিয়ে দেয় যে, ২৩ এপ্রিল অবধি জেল হেফাজতে থাকতে হবে আম আদমি পার্টির সুপ্রিম কমান্ডারকে। সেই মেয়াদ ফুরানোর আগের দিন দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে জামিন নিয়ে শুনানি হয় এবং সেখানে আরও ১৪ দিন জেলে বন্দি থাকার নির্দেশ আসে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের তৃতীয় দফা অবধি শ্রীঘরেই থাকতে হবে কেজরিওয়ালকে।
আরও পড়ুন : ১-২ দিন নয়! মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন RBI-র ছুটির তালিকা
তবে জেলে থাকলেও দফায় দফায় চিকিৎসা চলছে কেজরিওয়ালের। দিল্লির মুখ্যমন্ত্রী ছাড়া আবগারি মামলাতে গ্রেফতার হওয়া কে কবিতাকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ এসেছে রাউস অ্যাভেনিউ কোর্টের তরফে। তিনিও ৭মে অবধি তিহাড় জেলেই থাকতে চলেছেন।