লজ্জা শরম নেই! মাদক কাণ্ড ভুলতেই বোন সুহানাকে নিয়ে আইপিএলের নিলামে আরিয়ান খান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কয়েক মাস আগেও দেশের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে ছিলেন আরিয়ান খান (Aryan Khan)। না, কোনো কৃতিত্বের জন‍্য নয়। মাদক কাণ্ডে ধরা পড়ে প্রায় এক মাস জেল খাটতে হয়েছিল তাঁকে। ছাড়া পেয়েই বাড়িতে গিয়ে মুখ লুকিয়েছিলেন শাহরুখ খান (Shahrukh Khan) পুত্র। তারপর থেকে অনেক জল গড়িয়েছে। নতুন বছর আসতেই ভোল পালটে ফেলেছেন আরিয়ান।

এবার আইপিএলের (IPL) নিলামে বোন সুহানাকে (Suhana Khan) নিয়ে হাজির হলেন বাদশা পুত্র। শনিবার মূল ইভেন্টের আগের দিন রাতে আইপিএলের প্রাক নিলাম পর্বে বোন সুহানার সঙ্গে দেখা মিলল আরিয়ানের। সাদা টিশার্টের উপরে ধূসর রঙা একটি শার্ট জ‍্যাকেটের মতো করে পরেছিলেন শাহরুখের সুপুত্র।


পাশে খয়েরি টিউব টপের উপরে সাদা শার্ট পরে দেখা মিলল সুহানার। আইপিএলের অফিশিয়াল হ‍্যান্ডেল ও কলকাতা নাইট রাইডার্স এর অফিশিয়াল হ‍্যান্ডেলের তরফে একগুচ্ছ ছবি শেয়ার করা হয়েছে দুজনের। মুহূর্তে ভাইরাল সবকটি ছবি। উল্লেখ‍্য, আরিয়ান জেল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম ভাই বোন একসঙ্গে জনসমক্ষে এলেন।

পাশাপাশি সুহানার এটাই প্রথম আইপিএল নিলাম। আরিয়ান অবশ‍্য গত বছরেও এসেছিলেন। তবে সেবারে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল কেকেআরের সহ মালকিন জুহি চাওলার মেয়ে জাহ্নবীকে। গত বছরের মতো চলতি বছরেও দেখা যায়নি শাহরুখকে।

প্রসঙ্গত, গত ২ রা অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী এক বিলাসবহুল ক্রুজ পার্টি থেকে তাঁকে হাতেনাতে আটক করে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো। তার পরদিনই গ্রেফতার হন আরিয়ান। স্থান হয় আর্থার রোড জেলে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২৬ দিন বাদে জেল থেকে ছাড়া পান তিনি।

সম্পর্কিত খবর

X