বাঙালি অভিনেত্রীর কোমর জড়িয়ে মাতলামি আরিয়ানের! ভাইরাল উদ্দাম পার্টির ছবি

বাংলাহান্ট ডেস্ক: ফের চর্চায় আরিয়ান খান (Aryan Khan)। না আর কোনো মাদক পাচার চক্রে নাম জড়ায়নি তাঁর। তবে মানুষের স্বভাব কি আর সহজে যায়? ফের পার্টি নাইটে হুল্লোড় করতে দেখা গেল শাহরুখ খান পুত্রকে। তাও আবার একা নয়, সঙ্গে দেখা মিলল এক জনপ্রিয় বাঙালি অভিনেত্রীরও। পার্টির ছবি এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

বছর দুই আগে প্রত্যেক সংবাদ শিরোনামে ছিল আরিয়ানের নাম। মুম্বই থেকে গোয়াগামী এক বিলাসবহুল ক্রুজ থেকে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর তরফে গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনা হয়। জেলেও যেতে হয়েছিল আরিয়ানকে। পরে অবশ্য বেকসুর খালাস করা হওয়া তাঁকে।

aryan nyra

মাদক কাণ্ডের পর বেশ কিছুদিন কোনো পার্টি, অনুষ্ঠানে দেখা মেলেনি আরিয়ানের। কিন্তু ক্লিনচিট পাওয়ার পরেই আবার স্বরূপ ধরেছেন তিনি। মুম্বইতে এক নাইট ক্লাবে তাঁর মদ্যপানের ভিডিও ভাইরাল হয়েছিল। নিউ ইয়ার ইভে দুবাইতে আরিয়ানের তারকাখচিত পার্টির ছবিও ব্যাপক ভাইরাল হয়েছিল। সে সময়ে নোরা ফতেহির সঙ্গে আরিয়ানের সম্পর্ক নিয়ে তুঙ্গে উঠেছিল গুঞ্জন। আর এবারে সেই জায়গায় এল নতুন এক অভিনেত্রী।

aryan nyra

তিনি নাইরা এম ব্যানার্জি। বাঙালি হলেও মূলত তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষাতেই কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও বলিউডে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতে অভিনয় করেছিলেন নাইরা। আপাতত অবশ্য হিন্দি ছোটপর্দায় কাজ করছেন তিনি। এহেন নাইরার সঙ্গে এদিন জমিয়ে পার্টি করতে দেখা গেল আরিয়ানকে। চতুর্দিকে ডিস্কো লাইট, মাতাল করা গানের মাঝে বেশ ঘনিষ্ঠ হয়ে পোজও দিলেন দুজনে।

nyra aryan

সেই ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নাইরা। সঙ্গে লিখেছেন, ‘প্রিয় মানুষদের সঙ্গে এক পাগল করা রাত’। পাশাপাশি তিনি শুভেচ্ছাও জানিয়েছেন আরিয়ানকে। নাইরার এই ভিডিও দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। ছোটপর্দার এই অভিনেত্রীর সঙ্গে কী সম্পর্ক বাদশা পুত্রের? দুজনের মধ্যে কি কোনো বিশেষ রসায়ন রয়েছে নাকি তাঁদের দেখা হওয়া নেহাতই কাকতালীয় ব্যাপার? প্রশ্ন উঠলেও উত্তর এখনো অজানা।

Niranjana Nag

সম্পর্কিত খবর