আসাদউদ্দিন ওয়েসি হলেন জিন্নার নতুন অবতার, মিমকে ভোট দেওয়ার অর্থ ভারত বিরোধিতা করাঃ তেজস্বী সূর্য

বাংলাহান্ট ডেস্কঃ বিহারে ৫ টি আসনে জয়লাভ করে বাংলাকে টার্গেট করছে ওয়েসি দল AIMIM। তাঁর আগেই গর্জে উঠলেন বিজেপি নেতা তেজস্বী সূর্য (Tejasvi Surya)। আগামী ডিসেম্বরেই হায়দ্রাবাদে রয়েছে পুরসভার নির্বাচন। এদিকে আবার গতকালই বাংলায় তৃণমূলে যোগ দিয়েছেন ওয়াইসির দলের প্রধান মুখ আনোয়ার পাশা। এরই মধ্যে এই দলের বিরুদ্ধে সুর চড়ালেন এই তরুণ বিজেপি নেতা।

সাম্প্রদায়িক রাজনীতি ছড়াচ্ছে ওয়েসির দল
তরুণ বিজেপি নেতা তেজস্বী সূর্য ওয়েসিকে আক্রমণ করে বললেন, ‘দেশে সাম্প্রদায়িক রাজনীতি ছড়াচ্ছেন আসাদউদ্দিন ওয়েসি ও তাঁর ভাই আকবরউদ্দিন। জিন্না যেমন কট্টর ইসলাম, বিচ্ছিন্নতাবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির কথা বলতেন, আসাদউদ্দিন ওয়েসি ঠিক তেমন কথাই বলেন। আমরা এই দেশে ইসলামিকরণ কিছুতেই করতে দেব না। এই বিচ্ছিন্নতাবাদী রাজনীতির বিরুদ্ধে দেশের প্রতিটি মানুষের একজোট হয়ে রুখে দাঁড়ানো উচিত’।

1563786104 HaDcHP Tejaswi surya SURESH GOLA 470

এটা নিজামের সময় নয়, বলে ওয়েসিকে কটাক্ষ সূর্যের
সোমবার দলীয় প্রচারে গিয়ে আসাদউদ্দিন ওয়েসি (Asaduddin Owaisi) হুঁশিয়ারি দিয়ে তেজস্বী সূর্য বলেন, ‘ভারতে এখন হিন্দুহৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর জমানা। নিজামের সময় ভেবে ভুল করবেন না। আপনার রাজনীতির কোনও মূল্য নেই এখানে। হায়দরাবাদকেই দক্ষিণ ভারতের বিজেপির গেটওয়ে বানিয়ে তুলতে হবে’।

ওয়েসিকে ভট দেওয়ার অর্থ দেশের বিরোধিতা করা
প্রচার সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘পূর্বেকার জিন্নার এক নতুন অবতার হলেন এই আসাদউদ্দিন ওয়েসি। ওদের ভোট দেওয়ার অর্থ দেশে থেকেই দেশের বিরধীতা করা। ওদের ভোট দিলেই বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে মুসলিম মহল্লা শক্তিশালী হয়ে উঠবে। আর যদি বিজেপিকে ভোট দেন, তার অর্থ হল দেশের স্বার্থে দেশকে ভালোবেসে দেশের স্বপক্ষে ভোট দেওয়া। অর্থাৎ দেশে হিন্দুত্বকে শক্তিশালী করে তোলা’।


Smita Hari

সম্পর্কিত খবর